X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

পাইলটের চোখে লেজার রশ্মি, বিমানের জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ভার্জিন আটলান্টিকের একটি বিমান। কিন্তু উড্ডয়নের সময়ে একজন পাইলটের চোখে লেজার বিমের রশ্মি অনুভূত হয়। এর ফলে চোখে যন্ত্রণার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

ভার্জিন আটলান্টিকের তরফে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই লেজারের উৎস শনাক্ত করতে তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে যাবেন।

ভার্জিন আটলান্টিকের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রু এবং যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ফ্লাইটে যারা ছিলেন তাদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যত দ্রুত সম্ভব তারা আমাদের ফ্লাইটে ভ্রমণের ব্যবস্থা করা হবে।

পাইলটের চোখে লেজার রশ্মি, বিমানের জরুরি অবতরণ

ফ্লাইটটির দুজন যাত্রী জানান, বিমানটি মাত্র কয়েক কিলোমিটার গিয়েছিল। তখন ক্যাপ্টেন ঘোষণা দিলেন বিমান ফেরত যাচ্ছে।

বিমানটিতে ২৫২ জন যাত্রী এবং ১৫ জন ক্রু ছিলেন।

একজন ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, বিমানটি উড্ডয়নের পর ওই লেজার লাইটের কারণে একজন পাইলট অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইট রেডিও’র রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে।

বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। ব্রিটেনের বিমানবন্দরে প্রতিবছর এ ধরনের কয়েকশ ঘটনা ঘটে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, হিথ্রো থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক বিমানের দিকে লেজার লাইট তাক করে রাখা হয়েছে, এ খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে একটি যাত্রীবাহী বিমানের ককপিটের দিকে একটি সবুজ লেজার লাইট তাক করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ইউক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে যাচ্ছে ইইউ
খারকিভের সীমান্ত শহরে প্রবেশের দাবি রাশিয়ার
নতুন রুশ প্রতিরক্ষামন্ত্রী বেলোসভ সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
সোসিয়েদাদকে হারিয়ে দুইয়ে ফিরেছে বার্সা 
সোসিয়েদাদকে হারিয়ে দুইয়ে ফিরেছে বার্সা 
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার