X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শরণার্থী সংকটে বিক্ষুব্ধ গ্রিস-মেসিডোনিয়া সীমান্ত

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৬, ১৭:১৫আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৭:১৬
image

বিক্ষোভে ফেটে পড়ছেন গ্রিস আর মেসিডোনিয়ার মাঝখানে আটকে পড়া শরণার্থীরা। শনিবার থেকে চলছে তাদের বিক্ষোভ, প্রতিবাদ। শরণার্থীরা জানিয়েছেন, মেসিডোনিয়ায় প্রবেশের জন্য অপেক্ষারত শরণার্থীদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য দেশ থেকে আসা শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে জার্মান সরকার।

শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ। বিক্ষোভকারীদের দাবি, তাদের মেসিডোনিয়ায় প্রবেশ করতে দিতে হবে। দাবি মেনে না নেয়ায় সীমান্তরক্ষীদের প্রতি প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, তারপর ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন তারা। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের নিরস্ত করে।

শরণার্থীদের বিক্ষোভ

মেসিডোনিয়া আর গ্রিসের মাঝখানের ইদোমেনিতে আটকে পড়ে দুর্বিষহ জীবনযাপনে বাধ্য হচ্ছেন প্রায় ৭ হাজার মানুষ। ইডোমেনি ক্যাম্পে আটকে রয়েছেন প্রায় ১৪ হাজার শরণার্থী।  গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতায় প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা ওই শরণার্থীদের লক্ষ্য মেসিডোনিয়া হয়ে জার্মানিতে প্রবেশ করা।

মেসিডোনিয়া কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিদিন গড়ে ৫০০ জনকে প্রবেশ করতে দেয়া হবে। কিন্তু আদতে তা হচ্ছে না। খুব কম মানুষই পাচ্ছেন এ সুযোগ। সোমবার মাত্র ৫০ জনকে সীমান্ত অতিক্রম করতে দেয়া হয়েছে। অথচ প্রতিদিন সিরিয়া, ইরাক ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে দেড়শতাধিক নতুন শরণার্থী জড়ো হচ্ছেন সেখানে। আর এর ফলে ৩ হাজার মানুষের জায়গায় জমে গেছে ৭ হাজার মানুষের ভিড়।

কেন্দ্রীয় মেসিডোনিয়া প্রদেশের গভর্নর অ্যাপোসতোলোস জিৎজিকোসতাস গ্রিস সরকারের কাছে ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি জানান, পশ্চিম ইউরোপের সাথে সীমান্ত সীমাবদ্ধতা থাকার জন্য তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। শনিবার ইদোমেনি ক্যাম্প পরিদর্শনের পর রেড ক্রস এবং অন্যান্য এনজিওদের তিনি বলেছেন, ‘এটি এক মানবিক সংকট। আমি সরকারের নিকট ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছি।’

মেসিডোনিয়ার ক্যাম্পে অপেক্ষারত শরণার্থী

অ্যাপোসতোলোস বলেন, ‘সাবেক ইয়োগোস্লাভ প্রজাতন্ত্রকে জরুরিভিত্তিতে সীমান্ত খুলে দিতে হবে। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নকে সেইসব দেশের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নিতে হবে, যারা আজ সীমান্ত বন্ধ করে রেখেছেন। অথচ তারা ইইউ সদস্য অথবা সদস্যপ্রার্থী দেশ।’

এদিকে সিরিয়ার পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য দেশ থেকে যারা জার্মানিতে এসেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে জার্মান সরকার। ইতিমধ্যে শুরু হয়ে গেছে মরক্কো থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানোর উদ্যোগ। অভিবাসন এবং শরণার্থী বিষয়ক কার্যালয় বিএএমএফ-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মরক্কো থেকে জার্মানিতে এসেছে অন্তত ১০ হাজার মানুষ। তাদের অনেকেই জার্মানিতে প্রবেশ করে পাসপোর্ট ফেলে দিয়ে নিজেদের সিরীয় বলে দাবি করেন।

তাদের মাত্র শতকরা ৩ দশমিক ৭ ভাগ এ পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পেয়েছেন। বাকিদের মরক্কোয় ফেরত পাঠানোর উদ্যোগে সম্মতি জানিয়েছে মরক্কো। রাজধানী রাবাতে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়েরের সঙ্গে বৈঠকে মরক্কো সরকারের পক্ষ থেকে এ সম্মতির কথা জানান সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ হাসাদ। সূত্র: আলজাজিরা, ডয়েচে ভেলে।

/এসএ/বিএ/

সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক