X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে ‘নিখোঁজ’

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ০৯:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৬, ০৯:৪৪
image

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি কোথায় আছেন, এ সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারছেন না।

সবচেয়ে দীর্ঘ সময় ধরে জিম্বাবুয়ের শাসন ক্ষমতায় রয়েছেন ৯২ বছর বয়সী এই প্রেসিডেন্ট। গত সোমবার এক সফরে ভারতে আসেন তিনি। সেখানে শুক্রবার থেকে শুরু হওয়া ভারতের ধর্মীয় নেতা শ্রী শ্রী রবি শংকরের দাতব্য সংস্থা আর্ট অব লিভিং আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভলে যোগ দেওয়ার কথা ছিল তার।

রবার্ট মুগাবে

দিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ৭ হাজার কিলোমিটার যাত্রা করে ভারতের পৌঁছেও মুগাবে অনুষ্ঠানে যোগ দেননি। বুধবার তার মুখপাত্র জর্জ চারাম্বা জানান, ভারতে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি এ সফর বাতিল করেছেন এবং কয়েকদিনের মধ্যেই জিম্বাবুয়ে ফিরে আসছেন। কিন্তু তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে পারেন। সেখানে তিনি এর আগেও চিকিৎসা নিয়েছেন। ২০১১ সালে উইকিলিকসের ফাঁস হওয়া তার বার্তায় উল্লেখ করা হয়, তিনি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত। তবে তাকে দেখে বোঝা যায়নি যে, তিনি এ রোগে আক্রান্ত ছিলেন।

জিম্বাবুয়ের এক প্রফেসর তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘প্রেসিডেন্ট মুগাবে যেহেতু ভারতে যাননি আবার জিম্বাবুয়েতেও নেই, তবে কোথায় তিনি? বিষয়টি খুবই রহস্যজনক।’

প্রেসিডেন্টের অবর্তমানে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট এমারসন নাংগাগওয়া। জানা গেছে, মুগাবে পরবর্তী নেতা হওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্টের সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মুগাবের স্ত্রী গ্রেইস। তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নেতা প্রেসিডেন্ট মুগাবে সম্প্রতি বলেছেন, তিনি ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে চান আর ততোদিন তিনি ক্ষমতায়ও থাকতে চান। তিনি ৩৬ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করছেন। সূত্র: নিউজ উইক, আইবি টাইমস।

/এসএ/

সম্পর্কিত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
ভ্রমণ নিষেধাজ্ঞা আরও ৩৬টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক