X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
জম্মু-কাশ্মিরে বিক্ষোভ

কাশ্মিরে যৌন নিপীড়নের অভিযোগ আড়াল করতে চাইছে ভারতীয় সেনাবাহিনী!

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৯:৩৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৯:৪০
image

এক নারীর ওপর সংঘটিত সেনাবাহিনীর যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করেই জম্মু-কাশ্মিরে বিক্ষোভ শুরু হলেও এক ভিডিওচিত্র বলছে অন্য কথা।  সেনাবাহিনীর সরবরাহকৃত এক ভিডিওতে ওই নারীকে অভিযোগ অস্বীকার করতে দেখা গেছে। সেনাবাহিনীর ছড়িয়ে দেওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই নারী বলছেন, স্থানীয় এক ছেলে তার সঙ্গে অশোভন আচরণ করেছেন।

সেই নারী স্বেচ্ছায় ওই বক্তব্য দিয়েছেন কিনা, নাকি সেনাবাহিনীর পক্ষ থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সেনাবাহিনী নিজেই ওই ভিডিওটি প্রচার করছে। তারাই ভিডিওটি সরবরাহ করছে। সবমিলে তাই প্রশ্ন উঠেছে, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আড়াল করতেই কি ওই ভিডিও প্রচার করছে সেনাবাহিনী!

আরও পড়ুন: মৃত আফজাল গুরু কেন ফিরে ফিরে আসেন

যৌন নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধ কাশ্মিরে সেনাবাহিনীর গুলি

চলমান আন্দোলনে বুধবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরেক বিক্ষোভকারী। এরআগে মঙ্গলবারের বিক্ষোভে নিহত হন ৩ জন। সবমিলে এ ঘটনায় দুই দিনে পুলিশের গুলিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।  এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে একজন পুলিশ সদস্যকে  পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ। আর পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে, শহরের বাজার সংলগ্ন সেনা বাঙ্কারের নিকটবর্তী এক শৌচাগারে (ওয়াশ রুম) ওই কাশ্মিরি মেয়েকে যৌন নির্যাতনের চেষ্টা করেন এক ভারতীয় সেনা সদস্য। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মির পুলিশ গুলি চালায়। এতে কুপওয়ারা এলাকার মোহাম্মদ ইকবাল (২১) এবং হান্ডওয়ারার নাইম কাদির (২৩) নিহত হন।

নিহত দুই বিক্ষোভকারীর লাশ

তারিক আহমেদ নামক স্থানীয় এক দোকানদার সেনা সদস্য কর্তৃক যৌন নিপীড়ন সংঘটিত হওয়ার বিষয়ে বলেন, ‘ওই সেনা সদস্য যৌন নিপীড়নের চেষ্টা করলে মেয়েটি একটি সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়ে দেন। এতে স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই সেনা সদস্যকে ধরার চেষ্টা করে। তবে ওই সেনা সদস্য বাঙ্কারে আশ্রয় নেন।’

তারিক আহমেদ আরও জানান, বিক্ষোভকারীরা ওই সেনা সদস্যকে গ্রেফতারের দাবি জানান। প্রতিবাদকারীরা সেনাবাহিনীর গাড়ি এবং পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ এবং সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে অনেক বিক্ষোভকারী আহত হন বলেও তারিক উল্লেখ করেন।

আরও পড়ুন: জম্মু-কাশ্মিরে বিক্ষোভ অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৪

হান্ডওয়ারা জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিটেনডেন্ট ড. রওফ বলেন, নিহত দুইজনের শরীরে বেশ কয়েকটি গুলি বিদ্ধ ছিল। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, অপরজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।’ তিনি আরও বলেন, ‘একজন মাথায় গুলি বিদ্ধ হন, অপর ব্যক্তির মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন স্থানে গুলি করা হয়।’

সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘সেনাবাহিনী ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীরভাবে মর্মাহত।’ কাশ্মিরের পুলিশ প্রধান আইজিপি এসজেএম গিলানিও ওই ঘটনার তদন্তের বিষয়টি উল্লেখ করেন।

বিক্ষুব্ধ কাশ্মির

তবে প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল মনীষ কুমার একটি ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে জানান, মিথ্যা প্রপাগান্ডার জন্যই বিক্ষোভের ঘটনা ঘটল। সেনাবাহিনীই ওই ভিডিওচিত্রের সরবরাহকারী। তারাই ভিডিওটি প্রচার করছে। ওই ভিডিওতে দেখা যায়, মেয়েটি তাকে যৌন নিপীড়ন চেষ্টার জন্য সেনা সদস্যকে নয়, দোষারোপ করছেন স্থানীয় এক স্কুল ছাত্রকে। ভিডিও ফুটেজে তিনি বলেন, ‘ওয়াশরুমে কোনও সেনা সদস্য ছিল না। আমি হিলালকে দেখলাম। সে আমাকে চড় মেরে জিজ্ঞেস করল, আমি ওখানে কি করছি। সে আমাকে অবৈধ যৌন সম্পর্ক রয়েছে বলে দোষারোপ করে। আমি তাকে বললাম তুমি আমাকে এবং আমার পরিবারকে জেনেও কিভাবে এমন কথা বলতে পারো। সে আমার সঙ্গে বাজে আচরণ করা শুরু করে।’

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহের অভিযোগে দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

এদিকে, সেনাবাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনার প্রতিবাদে হুরিয়ত (জি) চেয়ারম্যান সৈয়দ আলী গিলানি, জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিক এবং হুরিয়ত (এম) চেয়ারম্যান মিরওয়াজ উমর ফারুক কাশ্মিরজুড়ে হরতালের ডাক দিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, আইবিএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক