X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
ওআইসি শীর্ষ সম্মেলন

বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ডাক তুরস্কের

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ১৮:৩৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৮:৩৫
image

বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে মতপার্থক্য ঘুচিয়ে ঐক্যের সেতু গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশটিতে শুরু হওয়া ওআইসি শীর্ষ সম্মেলনকে সামনে রেখেই নিজেদের মধ্যকার পার্থক্যগুলো কমিয়ে আনার আহ্বান জানিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ব্রাসেলস হামলায় বেলজিয়ামের উদাসীনতাকে দায়ী করলেন এরদোয়ান

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের স্বাগত ভাষণের মধ্য দিয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শুরু হয় ওআইসি শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগদান করেন ৩০ জনেরও বেশি মুসলিম সরকার ও রাষ্ট্রপ্রধান। শুক্রবার দুই দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

সম্মেলনে বক্তব্য রাখছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

তুরস্ক বলছে, ওই সম্মেলন বিশ্বব্যাপী ১৭০ কোটি মুসলিমের মধ্যকার মত-পার্থক্য কমিয়ে আনতে পারে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘ওই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসলামী বিশ্ব বিবিধ ধারায় বিভক্ত।’ তিনি আরও বলেন, ‘ভ্রাতৃঘাতী সংঘাত গভীর বেদনাদায়ক। মুসলিম উম্মাহ আজ আঞ্চলিকতায় বিভক্ত।’ এই শীর্ষ সম্মেলনই হতে পারে মতপার্থক্য ঘোচানোর ক্ষেত্র, তিনি এমনটা উল্লেখ করে বলেন, ‘আশা করছি, এই সম্মেলন আমাদের মধ্যকার সংঘাতে সৃষ্ট ক্ষতের উপশমে এগিয়ে যেতে পারবে।’

আরও পড়ুন: জম্মু-কাশ্মিরে বিক্ষোভ অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৪

ওআইসি শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী মুসলিম নেতারা

সম্প্রতি সিরিয়াকে কেন্দ্র করে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে, কূটনৈতিক সম্পর্কও স্থগিত হয়ে পড়ে। শিয়া-সুন্নি বিভেদের কারণে দেশ দুটির মধ্যে আগে থেকে সুস্পষ্ট মত-পার্থক্যও ছিল। তুর্কি প্রেসিডেন্ট ওই বিভক্তির মাত্রা কমিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আইএসের সঙ্গে তেল ব্যবসায় জড়িত এরদোয়ান: রাশিয়া

এর আগে বুধবার সৌদি রাজা সালমান বিন-আবদুল আজিজ তুরস্কে পৌঁছালে, তাকে সংবর্ধনা দেওয়া হয়। সৌদি বাদশাহকে স্বাগত জানাতে প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই উপস্থিত হন। সূত্র: এএফপি, আলজাজিরা।

/এসএ/বিএ/

সম্পর্কিত
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক