X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিগগিরই পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া!

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৮:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৮:১৭
image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগিরই পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। মে মাসের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সমাবেশের আগেই পারমাণবিক পরীক্ষাটি চালানো হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপে খবর প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে ওই খবরে আরও বলা হয়, দলীয় সমাবেশে উত্তর কোরীয় নেতা কিম জং উন বিষয়টি নিয়ে গর্ব করতে পারেন।
গত শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থতা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য খুবই লজ্জার কারণ হয়ে উঠেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, অতিরিক্ত পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য পিয়ংইয়ং প্রযুক্তিগতভাবে প্রস্তুত রয়েছে। এখন কেবল উত্তর কোরীয় নেতার রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষার ওপর বাকিটুকু নির্ভর করছে।
কিম জং উন
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ওই খবরের সত্যতা নিশ্চিত করতে পারছে না; তবে উত্তর কোরিয়ার পক্ষে যেকোনও সময় পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব। এ বছরের শুরু থেকেই উ. কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা চলছে বিশ্বশক্তিগুলোর।

গত জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। তারপরও এ মাসেই আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা এক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করে দেশটি। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন