X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১০:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১২:২০

জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের দালানকোঠা, পত্রিকার প্রথম পাতা, বিভিন্ন ওয়েবসাইট, স্টেডিয়াম ইত্যাদি পার্পল রঙে রঙিন করে তোলা হয়েছে। বৃহস্পতিবার ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্পল রেইনখ্যাত বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী। উল্লেখ্য, পার্পল রেইন নামের ছবিতে সঙ্গীত পরিচালনা ও অভিনয় করেন প্রিন্স। এই ছবির সঙ্গীত পরিচালনার জন্য ১৯৮৪ সালে তাকে অস্কার পুরস্কারে ভূষিত করা হয়। তখন থেকেই পার্পল রঙের সঙ্গে প্রতিকী সম্পর্ক রচিত হয় প্রিন্সের।



প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র

কারভার কাউন্টি শেরিফ এক বিবৃতিতে জানান, প্রিন্সকে তার পেইসলে পার্ক স্টুডিওর এলিভেটরে স্থানীয় সময় ৯ টা ৪৩ নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রিন্সের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। শুক্রবার তার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

প্রিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমরা সৃষ্টিশীলতার প্রতিমূর্তি এক শিল্পীকে হারালাম।’

_89383880_89383879

প্রিন্সের মৃত্যুতে পার্পল রঙে রাঙানো হয়েছে নাসা ভবনসহ নিউ ইয়র্ক ও নিউ অরলিন্সের নানা গুরুত্বপূর্ণ দালানকোঠা। এই শিল্পীর স্মরণে নাসার ওয়েবসাইটে একটি পার্পল নেবুলার ছবি শেয়ার করে লেখা হয়, প্রিন্স চলে গেলেন আজ, তার স্মরণে পার্পল নেবুলা। মিনেসোটা টুইনস বেসবল টিম একটি স্টেডিয়াম ও একটি ব্রিজ পার্পল রঙে রাঙিয়ে দেয়।     

প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র

প্রিন্সের জন্ম ১৯৫৪ সালে। মাত্র সাত বছর বয়সে তিনি গান লিখতে শুরু করেন।  সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করতে শুরু করেন ১৯৮০র দশক থেকে। প্রিন্স ছিলেন একাধারে বাদক, গায়ক, কবি ও সুরস্রষ্টা। সঙ্গীত অঙ্গনে ব্যাকরণ ও প্রযুক্তির উন্নতিতেও ভূমিকা রেখেছেন তিনি। 

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল জর্জিয়ায় মঞ্চে সঙ্গীত পরিবেশনের কিছুক্ষণের মধ্যেই প্রিন্সকে জরুরি ভিত্তিতে নিজস্ব বিমানে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে সে সময় চিকিৎসা করে অল্প সময় পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।   

সূত্রঃবিবিসি 

/ইউআর/বিএ/

সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?