X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ক্ষমতায় টিকে থাকতে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে রৌসেফ

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ১৫:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:৪৫
image

দিলমা রৌসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ সাংবাদিকদের কাছে দাবি করেছেন তার অভিশংসনের জন্য যে প্রক্রিয়া চলছে তার কোনও আইনি ভিত্তি নেই। রৌসেফ  বলছেন, এটি তাকে ক্ষমতাচ্যুত করার রাজনৈতিক ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন রৌসেফ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, সাংবাদিকদের কাছে এইসব বলার মধ্য দিয়ে নিজের টিকে থাকার লড়াইকে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেলেন রৌসেফ।
সম্প্রতি ব্রাজিলের পার্লামেন্টের নিম্ন কক্ষ কংগ্রেসের সদস্যরা দিলমা রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দেন। অভিশংসন প্রস্তাব গ্রহণের জন্য নিম্নকক্ষের ৫১৩ জন সদস্যের মধ্যে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। ভোটাভুটিতে রৌসেফের বিপক্ষে ভোট দেন ৩৬৭ জন পার্লামেন্ট সদস্য।
আরও পড়ুন: ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার প্রশ্নে ওবামার হুঁশিয়ারি, ক্ষুব্ধ ইইউবিরোধীরা
নিম্ন কক্ষের প্রস্তাব পাসের পর এবার রৌসেফের অভিশংসনের প্রস্তাবটি উচ্চ কক্ষ সিনেটে যাচ্ছে। সেখানে এ নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে। সে সময় বরখাস্ত থাকবেন রৌসেফ। অভিশংসন প্রস্তাবটি সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পাওয়ার পরই কেবল প্রেসিডেন্ট দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন।
নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে রৌসেফের সমর্থকরা জমায়েত হন
এমন অবস্থায় রৌসেফ আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে অভিযোগ করে আসছে বিরোধীরা। নিজেকে নির্দোষ দাবি করতে শুক্রবার বিদেশি সংবাদমাধ্যমের দ্বারস্থ হন তিনি। ম্যানহাটনে অবস্থিত ব্রাজিলের দাফতরিক বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের কাছে রৌসেফ বার বার দাবি করেন, তিনি নির্দোষ। রৌসেফ বলেন জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে যদি তিনি হেরে যান তখনই কেবল লড়াই থামাবেন। তাকে কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হলে তা ব্রাজিলের রাজনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
আরও পড়ুন: জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করলো বাংলাদেশসহ শতাধিক দেশ

রৌসেফ বলেন, ‘গণতান্ত্রিক শাসন ভেঙে পড়া দেশগুলোর তালিকায় যেন ব্রাজিলের নাম না ওঠে তা নিশ্চিত করতে আমি লড়াই চালিয়ে যাব। আমি ষড়যন্ত্রের শিকার। অতীতে মেশিনগান ট্যাংক আর অস্ত্র ব্যবহার করে ক্ষমতাচ্যুত করা হতো। আর এখন কেবল মানুষের হাতই যথেষ্ট। এ হাত দিয়েই কেউ কেউ সংবিধানকে ছিড়ে টুকরো টুকরো করে ফেলতে চান।’

রৌসেফবিরোধীদের বিক্ষোভ
রৌসেফ যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন বাইরে তার সমর্থকরা ‘গণতন্ত্র রক্ষা করো’ এবং উৎখাতের ষড়যন্ত্র রুখে দাও’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে জমায়েত হন। আর তার সামান্য কিছু দূরেই রৌসেফের অভিশংসনের দাবি জানিয়ে বিরোধীরা বিক্ষোভ করেন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার হার

প্রসঙ্গত, ব্রাজিলের ফিসক্যাল আইনকে লঙ্ঘন করা এবং গত বছর নির্বাচনি প্রচারণার জন্য সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে গত সেপ্টেম্বরে রৌসেফের অভিশংসন করার আবেদন জানায় দেশটির বিরোধী দলগুলো। অভিশংসন প্রস্তাবের মূলে রয়েছে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস কেলেঙ্কারি। প্রসিকিউটররা দাবি করেছেন, বিলিয়ন ডলারের ঘুষ লেনদেন হয়েছে। আর তাতে কেবল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যরাই জড়িত নন, বরং যারা অভিশংসনের পক্ষে আওয়াজ তুলছেন তাদের নামও রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ