X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৬, ১৬:১৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৬:২৪
image

আজ (২৫ এপ্রিল) ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দফায় রাজ্যের ৪৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসন। হুমকি, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া এবং বিক্ষিপ্ত হামলা চালানো হয়েছে বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। অভিযোগের তীর এবারও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দিকেই।

ভোটারদের লাইন

বিরোধী শিবিরের কর্মী-সমর্থক, সাধারণ ভোটার, এমনকি কয়েক জন প্রার্থীকেও মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম-কংগ্রেসের একাধিক কার্যালয়ে হামলার খবরও জানা গেছে। তবে সকাল থেকেই সাধারণ মানুষ হাজির হয়েছেন ভোটের লাইনে। ভোট দিয়ে ফেরার পথেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ।

আরও পড়ুন: ইয়েমেন শান্তি আলোচনা স্থগিত

দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ছিল উত্তর ২৪ পরগনায় ৫২.১২ শতাংশ এবং হাওড়ায় ৫২.৪৩ শতাংশ। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৫০০। এসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ কোটি ৮ লাখ।

তন্ময় ভট্টাচার্য সংঘর্ষের আশঙ্কা রয়েছে, এমন কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিধাননগরের তিনটি আসন। পৌর নির্বাচনে সল্টলেক-বিধাননগরে সহিংসতার স্মৃতি এখনও টাটকাই রয়েছে। শনিবার রাত থেকেই বিধাননগর এবং সল্টলেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ওই দুই জেলায় মোট স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা ২৮০৬টি।
আরও পড়ুন: ট্রাম্পকে আটকাতে জোটবদ্ধ ক্রুজ-কাসিচ
দমদম উত্তর কেন্দ্রের সুকান্ত নগরে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে। ভোট দিয়ে ফেরার পথে কয়েক জনকে মারধর করা হয়। অভিযোগের তীর ক্ষমতাসীন দলের দিকে। সুকান্ত নগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের ওপর তৃণমূলের সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
হাওড়া ও উত্তর ২৪ পরগনার মোট ৪৯টি বিধানসভা আসনের প্রায় প্রতিটি জায়গা থেকেই শাসকদলের বিরুদ্ধে এমন বেশকিছু অভিযোগ উঠেছে। এসব হামলা যেমন বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকদের ওপর চালানো হয়, তেমনি সাধারণ ভোটারদের ওপর চড়াও হওয়ার খবরও পাওয়া গেছে।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পুরোপুরি শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
/এসএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল
গুজরাটে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার চিঠি
ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী
সর্বশেষ খবর
জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের ওপি-সিএটি প্রটোকলে পক্ষভুক্ত হবে বাংলাদেশ
জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের ওপি-সিএটি প্রটোকলে পক্ষভুক্ত হবে বাংলাদেশ
তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় সিপিবি
তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় সিপিবি
এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে
এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে
কোন পোশাক গরম পানিতে পরিষ্কার করবেন, কোনটা করবেন না
কোন পোশাক গরম পানিতে পরিষ্কার করবেন, কোনটা করবেন না
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল