X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
অ্যামনেস্টির প্রতিবেদন

মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৬:৫২আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৬:৫২
image

মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরকারী শীর্ষ পাঁচটি দেশের মধ্যে চারটিই মধ্যপ্রাচ্যের। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মৃত্যুদণ্ড বিষয়ক বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়,২০২০ সালে বিশ্বে মোট ৪৮৩টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। এসব মৃত্যুদণ্ডের ৮৮ শতাংশই কার্যকর হয়েছে  ইরান,মিসর,ইরাক ও সৌদি আরবে।

করোনাভাইরাস মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে দেশগুলো যখন মরিয়া হয়ে কাজ তখন এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে ‘নির্মম’ আচরণ বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি।

অবশ্য গত এক দশকের মধ্যে ২০২০ সালে সবচেয়ে কম মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০১৯ সালে ৬৫৭টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দেখা গেছে। এবার ১৮টি দেশে ৪৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বরাবরের মতোই এবারও তালিকায় চীনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য অন্তর্ভুক্ত করা যায়নি। ধারণা করা হয়,চীনে প্রতিবছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জনসম্মুখে প্রকাশ করে না দেশটি। মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে দেশটিকে সর্ব শীর্ষে বলে ধরে নেওয়া হয়।

২০১৯ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৫৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এবার সে সংখ্যা কমে ৪৩৭ হয়েছে। ২০২০ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে ইরানে। গত বছর দেশটিতে ২৪৬টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটিতে এমন তিনটি মৃত্যদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে যেখানে দণ্ডপ্রাপ্তদের বয়স ১৮ বছরের কম ছিল। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

মিসরে গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে তিনশ শতাংশ। ২০২০ সালে ১০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি। এর ফলে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় ইরানের পরের অবস্থানে রয়েছে মিসর। ইরাকে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ৫০ শতাংশ কমেছে। দেশটিতে গত বছর ৪৫টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গত বছর ৮৫ শতাংশ কমেছে মৃত্যুদণ্ড কার্যকরের হার। মোট ২৭টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দেশটিতে।

কাতার ২০ বছরের মধ্যে গত বছর প্রথম একটি মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশটি ‘আশংকাজনকভাবে পিছিয়েছে’ বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
হোয়াইট হাউজে যুদ্ধবিরতির আলোচনার আগে গাজায় ইসরায়েলের তীব্র হামলা
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি