X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

লন্ডনে ‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’র যাত্রা শুরু

লন্ডন প্রতি‌নি‌ধি
২২ জানুয়ারি ২০২১, ২১:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:১৩

লন্ডনে স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার (১৮ জানুয়ারি) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। ব্রিটেনের শীর্ষ স্থানীয় ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ডাক্তারদের উদ্যোগে গঠিত এ প্রতিষ্ঠানে রয়েছেন বিভিন্ন পেশার অভিজ্ঞ লোকজন। রয়েছেন পার্লামেন্ট সদস্য থেকে শুরু করে স্বাস্থ্যবিষয়ক গবেষকরা।

সম্পূর্ণ অলাভজনক ও স্বাধীন এ প্রতিষ্ঠানটি রোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাস্থ্য পলিসি নির্ধারণের ব্যাপারে সহযোগিতামূলক কাজ করবে। তৃণমূলের মানুষের স্বাস্থ্যগত ধারণা সরকারের স্বাস্থ্য নীতিতে প্রতিফলিত করাও তাদের লক্ষ্য। মহামারি করোনার আক্রমণের পর ব্রিটেনের স্বাস্থ্য পরিস্থিতি কেমন হবে এবং তা থেকে কীভাবে দ্রুত উত্তরণ করা যায়, তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ হেলথ এলায়েন্স শুধু যুক্তরাজ্যেই নয়, বিশ্বের অন্যান্য দেশের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্য সেবা নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এনএইচএস- এর সিনিয়র চিকিৎসক ডা. আনোয়ারা আলী এমবিই। ডেপুটি চেয়াম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর নাদী হাকিম, সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডা. এমা হোগান এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মায়াঙ্ক প্যাটেল। এছাড়া অন্যান্য দায়িত্বে রয়েছেন, ডা. নোশাবা খিলজী, ডাক্তার হায়দার জাব্বার, কাউন্সিলর শাদ আদহ, ডা. র‌্যাচেল জয়েস, আতিক রহমান, এ্যাশ জামান।

লন্ডনে ‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’র যাত্রা শুরু

ভার্চুয়াল অনুষ্ঠানে মূল আলোচনা করেন ব্রিটিশ সরকারের স্বাস্থ্যবিষয়ক কমিটির সদস্য এবং ব্রিটিশ হেলথ এলায়েন্স’র কো-প্রেসিডেন্ট ডা. জেমস ডেভিস এমপি। এসময় স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের পরিকল্পনার উপর আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের উপদেষ্ঠা বোর্ডের সদস্য জয় মরিসি এমপি এবং লন্ডন সিসিজি- এর চেয়ার স্যার প্রফেসর স্যাম এভারিংটনসহ নতুন কমিটির সদস্যরা।

প্রতিষ্ঠানটির উপদেষ্ঠাদের মধ্যে আরও রয়েছেন, লর্ড এন্ড্রো শার্প, এঙ্গেলা রিচার্ডসন এমপি, বব ব্ল্যাকম্যান এমপি এবং গোট্স মহিন্দ্রা।

মহামারি করোনাভাইরাসের চলমান স্বাস্থ্য সংকটের ভয়াবহ পরিস্থিতির ফলে একটি বাস্তব সম্মত স্বাস্থ্য প্রণালী উদ্ভাবনের তাগিদে এ স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বলে জানান ডা. আনোয়ারা আলী এমবিই।

/এএ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস