X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হাসপাতাল থেকে বৃদ্ধাকে রেখে আসা হলো ভুল বাড়িতে অন্যের বিছানায়

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৯:১২আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:১২

পরিবারের সদস্যরা তার জন্য অপেক্ষা করছিলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও যখন তিনি বাড়িতে পৌঁছালেন না তখন তারা চিন্তিত হয়ে পড়লেন।

চিকিৎসা পরবর্তী অবহেলার চরম নিদর্শন হিসেবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এক বৃদ্ধাকে ভুল বাড়িতে নিয়ে সেখানে অচেনা একজনের বিছানায় রেখে আসেন অ্যাম্বুলেন্স কর্মীরা।

এলিজাবেথ মাহোনি দশ সপ্তাহ ধরে যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপুলের একটি কাউন্টি হাসপাতালে করোনার চিকিৎসা নেন। সৌভাগ্যবশত তিনি সুস্থ হয়ে ১২ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান।

কিন্তু ছাড়া পেলে সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে পৌঁছাননি ৮৯ বছরের এলিজাবেথ। তার বাড়ি থেকে ১২-১৩ কিলোমিটার দূরে নিউপোর্টের একটি বাড়িতে রেখে আসেন অ্যাম্বুলেন্স কর্মীরা। শুধু তাই নয়, তারা তাকে একেবারে অপরিচিত এক ব্যক্তির বিছানায় শুইয়ে আসেন।

তার আসার অপেক্ষা করতে করতে একাধিকবার হাসপাতালে ফোন দেওয়ার পর ছেলে ব্রায়ান মাহোনি বুজতে পারেন কোনও ঝামেলা হয়েছে। হাসপাতাল থেকে অবশেষে জানানো হয়, তার মাকে ভুল করে অন্য বাড়িতে নেওয়া হয়েছে।

ব্রায়ান বলেন, তারা আমার কাছে ক্ষমা চায় এবং জানায় যে, তাকে তারা নিয়ে আসছে। আমি শুধু বলেছি, কী বুজাতে চাইছেন আপনারা? আবার বইলেন না যে, তাকে তারা সেখানে রেখে এসেছে।

তিনি আরও জানান, একথা শুনে আমার বোন কান্নায় ভেঙে পড়ে। আমাদের সবার খারাপ লাগছিল।

অবশ্য এতো বড় ভুলের কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। ব্রায়ান মনে করেন, অন্য কোনও রোগী বা একই নামের কারও সঙ্গে তালগোল পাকিয়ে ফেলেছে হাসপাতাল কর্মীরা।

তিনি বলেন, আমি যতটুকু জেনেছি বলতে পারি যে, তারা আমার মাকে অন্য নারীর বাড়িতে ভুল করে নিয়ে যায়। এবং যেভাবেই ওই বাড়িতে দরজায় সাড়া দেওয়া ব্যক্তি বলেন যে তাকে বিছানায় রাখতে।

ব্রায়ান জানান, আমার মা যে তাদের আত্মীয় বা পরিবারের সদস্য না তা বুজতে ওই বাড়ির সদস্যদের কিছুটা সময় লাগে। আমার মাও ভ্রমণের শুরু থেকেই দ্বিধান্বিত ছিলেন। কারণ তাকে অন্য নামে ডাকা হচ্ছিল।

বৃদ্ধার ছেলে বলেন, আমি শুধু চাই কেন এমনটি ঘটলো তা জানতে এবং এমন ঘটনা যাতে আরও ক্ষেত্রে না ঘটে সেটি নিশ্চিত হতে চাই। সূত্র: টাইমস নাউ

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলো নিরাপত্তা হুমকি নয়, বরং অংশীদার: চীনা রাষ্ট্রদূত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
সর্বশেষ খবর
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি