X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঘণ্টায় ১ পাউন্ড মজুরিতে উৎপাদিত ইংল্যান্ডের জার্সি বিক্রি হচ্ছে ১১৫ পাউন্ডে

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৬:৪৬

মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপের বিভিন্ন দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সমালোচনা করে যাচ্ছে। বিশ্বকাপ উদ্বোধন হওয়ার দুই দিনের মাথায় একটি অনুসন্ধানে উঠে এসেছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী ইংল্যান্ডের জার্সি বাজারে ১১৫ ব্রিটিশ পাউন্ডে বিক্রি হলেও এগুলো উৎপাদনে নিয়োজিত থাইল্যান্ডের শ্রমিকরা পেয়েছেন ঘণ্টায় মাত্র ১ পাউন্ড মজুরি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর অনুসন্ধানে বলা হয়েছে, জার্সির বর্তমান মূল্য মূল্যস্ফীতির তুলনায় বেশি বাড়ানো হয়েছে। এতে ফুটবল সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়নি জার্সিগুলো কোথায় উৎপাদন হয়েছে। তবে জার্সির ভেতরে থাকা লেবেল দেখে জানা যাচ্ছে, এগুলো থাইল্যান্ডে নাইকি কোম্পানির জন্য তৈরি করা হয়।

২০০৮ সালে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জার্সির দাম ছিল ৪০ পাউন্ড। মূল্যস্ফীতি সমন্বয় করলে এখনকার দাম হয় ৫৬ পাউন্ড।

খেলায় ইংলিশ ফুটবলাররা যে জার্সি পরেন সেটার মতো দেখতে জার্সি বিক্রি হচ্ছে ৭৫ পাউন্ডে। শিশুদের জার্সির মূল্য ৫৯.৯৫ পাউন্ড। অতিরিক্ত ১৫ পাউন্ড দিয়ে ফুটবলারদের নাম ও নম্বর লেখার সুযোগ থাকছে।

অনলাইনে বেশ কয়েকজন অভিভাবক জার্সির চড়া মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, আমি বড় ছেলের জন্য ইংল্যান্ডের নতুন জার্সি কিনতে চেয়েছিলাম। শিশুর জার্সির দাম ৬০ পাউন্ড। দিনদুপুরে ডাকাতি।

থাই শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিন তারা ৩৩১ থাই বাথ আয় করেন। যা পাউন্ডের হিসাবে ৭.৮০। এটি থাইল্যান্ডের ন্যূনতম মজুরি। অক্টোবরে ন্যূনতম মজুরি ৩৫৩ বাথ (৮.৩০ পাউন্ড) করা হয়েছে।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই শ্রমিক বলেছেন, তারা ইংল্যান্ডের জার্সি তৈরি করেছেন। প্রতিদিন আট ও এগারো ঘণ্টা কাজ করেন বা সপ্তাহে ৬০ ঘণ্টা। ওভারটাইমের জন্য তাদের অর্থ দেওয়া হয়েছে এবং লক্ষ্য অর্জনে বোনাসও পেয়েছেন।

এক শ্রমিক বলেন, এখানে কোনও শ্রমিক ইউনিয়ন নেই। কাজের সময় ফোন ব্যবহারের অনুমতি নেই। কর্মক্ষেত্রে আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয় না, ছবি তোলারও অনুমতি নেই।

অ্যাডিডাস এবারের বিশ্বকাপের অফিসিয়াল পোশাক সরবরাহ করছে। অ্যাডিডাসের হয়ে বিশ্বকাপের সরঞ্জাম তৈরিকারী শ্রমিকরা দিনে ১.৯০ পাউন্ড মজুরি পেতেন। মজুরি বৃদ্ধির জন্য তারা ধর্মঘট শুরু করেন। গত মাসে মিয়ানমারের পউ চেন জুতার কারখানায় ৪০০ শ্রমিক কর্মবিরতি পালনের পর ২৯ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। তাদের দাবি ছিল, প্রতিদিন ৩.২০ পাউন্ড মজুরি।

মিয়ানমারে গত বছর সামরিক সরকার ক্ষমতা দখলের পর দেশটিতে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হয়েছে।

অ্যাডিডাসের প্রতি ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম আহ্বান জানিয়েছে, সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার জন্য। বিশেষ করে বেআইনিভাবে যেসব শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।

সূত্র: দোহা নিউজ

/এএ/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল