X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে বাংলাদেশিসহ ৩৭০ জন গ্রেফতার, উদ্বেগে নতুন অভিবাসীরা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৬ জানুয়ারি ২০২৩, ২৩:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১১:৫০

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিটে ব্রিটেনে অভিবাসী হয়ে আসার পথ খুলে দিয়েছে ব্রিটিশ সরকার। অন‌্যদি‌কে ব্রিটেনে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের ধর‌তে নতুন ক‌রে সমন্বিত অভিযান শুরু করেছে সরকার। ব্রিটেনে শিক্ষার্থী‌দের নির্দিষ্ট কর্মঘণ্টার বাই‌রে কাজ করা বাংলাদেশি শিক্ষার্থী‌দের আটকের ঘটনাও ঘটেছে। জানা গেছে, হোম অফিসের সাম্প্রতিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩৭০ জন অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে বাংলাদেশিও আছেন।

এ অবস্থায় ব্রিটেনে নতুন আসা শিক্ষার্থী ও স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে মাইগ্রেট করা বাংলাদেশিদের ম‌ধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসা বাংলাদেশি শিক্ষার্থী‌দের অনেকে এদেশে আসার পর ১৫ থেকে ক্ষেত্রবি‌শে‌ষে ২০ হাজার পাউন্ডের বিনিময়ে ওয়ার্ক পারমিট ভিসায় নিজেদের ভিসার রুট পরিবর্তন করেছেন।

কিন্তু ওয়ার্ক পার‌মি‌টদাতা প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিটের কাগজপত্র দি‌লেও দি‌চ্ছে না কাজ। জি‌রো আওয়ার চু‌ক্তির কারণে কাজ না থাকায় ঘর ভাড়া, খাবারের ম‌তোন দৈনন্দিন ব্যয় নির্বাহে সীমাহীন দু‌র্ভোগ পোহা‌চ্ছেন।

ব্রিটেনের অভিবাসন আইনজীবী ব্যারিস্টার তা‌রেক চৌধুরী বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, সরকা‌রের ইমিগ্রেশন প‌লিসি সমন্বিত না। একেক সময় একেক সরকার ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। চলতি সপ্তা‌হে ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসীরা যা‌তে ব্রিটেনে বসবাস ও কাজের সু‌যোগ না পান, সেজন্য তা‌দের ব‌্যাংক একাউন্ট বন্ধ, এমন‌কি বাড়ি ভাড়া ও ড্রাইভিং লাইসেন্স না দি‌তেও বিশেষ টাস্ক‌ফোর্স গঠন ক‌রে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

গত ১১ ডিসেম্বর থেকে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে ইমিগ্রেশন রেইডের সংখ‌্যা বাড়া‌নো হ‌য়ে‌ছে। এখন পর্যন্ত ১১৫২টি অভিযান চালি‌য়ে অবৈধ অভিবাসীদের কাজে রাখার দা‌য়ে এক দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হ‌য়ে‌ছে।

তা‌রেক চৌধুরী ব‌লেন, কেবলমাত্র আশ্রয়প্রার্থীদের (অ্যাসাইলাম সিকার‌) কা‌জের অনুম‌তি দি‌লে বছ‌রে সরকা‌রের একশ মি‌লিয়ন পাউন্ড লাভ হতো। অবৈধ অভিবাসীদের বৈধভাবে কা‌জের সু‌যোগ দেওয়া হলে তারা ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখ‌তে পারতেন।

ফুড ডে‌লিভারিসহ বিভিন্ন কা‌জের ক্ষেত্রে যেসব অবৈধ অভিবাসী কাজ করছেন, সেসব কর্মক্ষেত্রে অবৈধ অভিবাসীদের কাজের সু‌যোগ বন্ধে নতুন প্রস্তাবনা আন‌ছে সরকার।

এন‌টিভি ইউরোপে কর্মরত সাংবাদিক তানভীর আনজুম আরিফ বাংলা‌ ট্রিবিউন‌কে ব‌লেন, আমা‌দের অনেক বন্ধু-স্বজন স্টুডেন্ট ভিসায় এদেশে এসে সীমাহীন দু‌র্ভোগ পোহা‌চ্ছেন। অনেকে ওয়ার্ক পারমিট বা কেয়ারার ভিসার জন‌্য ১৫ থে‌কে ২০ হাজার পাউন্ড খরচ ক‌রে প্রতারণার শিকার হচ্ছেন। অনেকে ওয়ার্ক পারমিট ভিসা পেলেও কাজ পাচ্ছেন না। এদেশে লাখ লাখ ব্রিটিশ নাগরিকই বেকার। ব্রিটিশ অর্থনীতি বিপর্যয়ের মুখে।

তাই যারা ব্রিটেনে লাখ লাখ টাকা খরচ ক‌রে আসবেন তা‌দের প্রকৃত অবস্থা জে‌নে-বুঝে আসা উচিত।

/এমএস/
সম্পর্কিত
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি