X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

করোনা মোকাবিলায় ভারতকে ফাউচির তিন পরামর্শ

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ২১:০৫আপডেট : ০৭ মে ২০২১, ২১:০৫

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় ভারতের করোনা দুর্যোগ নিয়ন্ত্রণে তিনটি পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞা ড. অ্যান্থনি ফাউচি।সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যান্থনি ফাউচি বলেন, ভারতকে মহামারি ঠেকাতে অবিলম্বে পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে। প্রয়োজনে সেনাকেও মোতায়েন করতে হতে পারে। যদি তাতেও সুফল দেখা না যায়, তাহলে বন্ধুরাষ্ট্রগুলোর একযোগে এগিয়ে আসা উচিত।

ভারতকে নিয়ে উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফাউচি জানান, ভারতের এখনকার পরিস্থিতি অনেকটা গত বছরের যুক্তরাষ্ট্রের মতো। আগের বছর শীতের শুরুতে আমাদের দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখ ছুঁয়েছিল। প্রতিদিন ৪ হাজার নাগরিক মারা যেতেন৷

যুক্তরাষ্ট্র যেভাবে মহামারি মোকাবিলা করেছে তা অনুসরণের পরামর্শ দিয়ে ফাউচি বলেন, এটা নিশ্চিত যে, সংক্রমণ ঠেকাতে পূর্ণ লকডাউন করতেই হবে। অন্তত যে সব জায়গায় কাতারে কাতারে মানুষের মৃত্যু হচ্ছে, সেখানে বন্ধের কড়াকড়ি বাড়াতে হবে। এটা ছ’মাস করার দরকার নেই৷ সংক্রমণের শৃঙ্খলটা ভাঙাই জরুরি। তাই দুই থেকে সর্বোচ্চ চার সপ্তাহ লকডাউন করলেই আক্রান্তের গ্রাফ নেমে আসবে।

তবে লকডাউনই চূড়ান্ত ওষুধ নয়। বরং, ফাউচি দাবি, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপেই আসবে ভ্যাকসিনেশন। তিনি যোগ করেন, ‘ঠিক এই সময়ই টিকাকরণ কর্মসূচির হার বাড়াতে হবে। যত দ্রুত এবং যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিনের ডোজ দেওয়াটা জরুরি।’

কিন্তু ভারতের নড়বড়ে স্বাস্থ্য পরিকাঠামোয় সেই কাজ বাস্তবায়ন কঠিন মেনে নিয়ে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ভারতের মিডিয়া ঘেঁটে এটুকু বুঝেছি যে, ওখানে হাসপাতালে বেডের মারাত্মক সংকট চলছে। এ ছাড়া অন্যান্য সরঞ্জামের জোগানেও ঘাটতি রয়েছে। যে কারণে যুক্তরাষ্ট্র অক্সিজেন সিলিন্ডার ও জেনারেটর কিংবা পিপিই কিট রফতানি করে বন্ধুর মতো ভারতের পাশে দাঁড়িয়েছে।

চীনের তুলনা টেনে ফাউচি বলেন, গত বছর ওখানে কোভিডের বাড়াবাড়ি শুরু হয়েছিল। তখন আমি দেখেছিলাম, কীভাবে ওরা সেনাদের ফিল্ড হাসপাতালের মতো অস্থায়ী হাসপাতাল তৈরি করে পরিষেবা চালু রেখেছে৷ যুক্তরাষ্ট্রেও ন্যাশনাল গার্ড করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভারতও অস্থায়ী হাসপাতাল তৈরি, ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে সেনাকে কাজে লাগাতে পারে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে তরুণদের আক্রান্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ভাইরাসের চরিত্র বদলেছে এটা আমরা সবাই জেনে গেছি। ভারতে এর দু’টো ভ্যারিয়েন্ট এসেছে। একটা ‘বি১১৭’— যেটা মূলত নয়াদিল্লিতে ছড়িয়ে পড়েছে। অন্যটা ‘৬১৭’, যা মহারাষ্ট্রে সংক্রমণ বাড়াচ্ছে৷ এই দু’টি ভ্যারিয়েন্টই দ্রুত বিস্তার লাভ করতে পারে। যেটা গতবছর উহানের স্ট্রেইন-কে করতে দেখা যায়নি। ফলে তরুণেরা ব্যাপকভাবে সংক্রামিত হচ্ছেন। তা ছাড়া নয়া ভাইরাস আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর৷ যে কারণে সংক্রামিতের শরীরে অক্সিজেনের ঘাটতি লক্ষ করা যাচ্ছে। এটা আগের বছর দেখা যায়নি।সূত্র: দ্য ওয়াল

/এএ/
সম্পর্কিত
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, এখনও নিখোঁজ বহু মানুষ
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম ‘আমেরিকা পার্টি’
সর্বশেষ খবর
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল