X
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

৯/১১ ধ্বংসস্তূপে গড়ে ওঠা যে ‘নতুন পৃথিবী’ স্থায়ী হয়নি বেশিদিন

জাহিদুল ইসলাম জন
১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সকালের পর বদলে যায় বিশ্ব। যে ইরানে প্রতিদিন শোনা যেত আমেরিকার পতন হোক, সেখানে নিহত মার্কিনিদের স্মরণে মোমবাতি জ্বলে। রাশিয়ার প্রভাবিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি সহায়তার ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। ‘ভয়ঙ্কর শাসক’ মুয়াম্মার গাদ্দাফি আমেরিকার পাশে দাঁড়ানোকে ‘মানবিক কর্তব্য’ আখ্যা দেন। আমেরিকার দীর্ঘ দিনের শত্রুরা মিত্র হয়ে উঠে এক কাতারে দাঁড়ায়। তবে এই বিরল বদল বেশি দিন স্থায়ী হয়নি।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো নিজেদের সুনাম ও প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ পায়। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রায় এক দশক পর বিশ্বের এক কর্তৃত্ব হাতে তুলে নেওয়ার নৈতিক, সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ পায় যুক্তরাষ্ট্র।

কিন্তু এসব সুবিধা শিগগিরই নষ্ট হয়ে যায়। সন্ত্রাস দমনে সামরিক ক্ষমতা ব্যবহারের সুযোগ পেয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। মুসলিম দেশগুলোর অভিবাসী বিরোধী মনোভাব জোরালো হয়ে ওঠে। সাধারণ মানুষকে রক্ষার নামে ক্ষোভ, তিরস্কার আর স্বঘোষিত দেশপ্রেমের নামে নজরদারি জোরালো হয়ে ওঠে।

বিশ্বের অন্যান্য অংশেও এর প্রভাব পড়ে। ইউরোপে ডানপন্থা জনপ্রিয় হয়ে ওঠে। যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। চীন ক্রমেই বৈশ্বিক ক্ষমতার চূড়ায় উঠতে থাকে।

৯/১১ ধ্বংসস্তূপে গড়ে ওঠা যে ‘নতুন পৃথিবী’ স্থায়ী হয়নি বেশিদিন

পুনরায় বিশ্বাস স্থাপনে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তা সহজ নয়। তিনি যুদ্ধ শেষ করছেন। কিন্তু এর পরে কী?

২০০১ এ হামলার পর প্রতিশোধের রক্তের জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জর্জ ডব্লিউ বুশের প্রণীত বাইনারি অবস্থানে- ‘হয় আমাদের সঙ্গে নয়তো সন্ত্রাসবাদের পক্ষে’ বিভক্ত হয়ে পড়ে পুরো সমাজ। স্কুল বোর্ড, ফেসবুক পোস্ট আন্তর্জাতিক রাজনীতি সব জায়গাতেই বিভাজন শক্তিশালী হয়ে ওঠে। শত্রুর ধারণা বিবর্তিত হয়ে সেই তালিকায় ঢুকে পড়ে অভিবাসীরাও। ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের জন্য হুমকি হয়ে ওঠে দেশপ্রেম। আর এসব বিভাজনকে এক সুতোয় গেঁথে প্রেসিডেন্ট হয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বজুড়ে মার্কিন নেতৃত্বাধীন শক্তির কারণে দুর্বল হয়েছে আল কায়েদা। ২০০৫ সালের পর পশ্চিমে নতুন কোনও হামলা চালাতে পারেনি তারা।

তবে সামরিকায়ন জোরালো হয়েছে। বড় থেকে শুরু করে ছোট শহরগুলোও এখন সন্ত্রাস মোকাবিলার নামে নিজস্ব সামরিক যান ও অস্ত্র রয়েছে। সরকারি অফিসগুলো হয়ে পড়েছে দুর্গ। বিমানবন্দরে নিরাপত্তার বাড় বাড়ন্ত।

এপি অবলম্বনে।

 

 

/এএ/
সম্পর্কিত
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
বাংলাদেশের জনগণের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনও প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
ভিসানীতির প্রভাব পোশাক রফতানিতে পড়বে না: বিজিএমইএ
সর্বশেষ খবর
কোথায় আছেন পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনি
কোথায় আছেন পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনি
পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ  
পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ  
থিংক আউট সাইড অব দ্য বক্স’র ৭ম সিজন অনুষ্ঠিত
থিংক আউট সাইড অব দ্য বক্স’র ৭ম সিজন অনুষ্ঠিত
রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
সর্বাধিক পঠিত
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 
তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 
অজ্ঞাত লাশ নিজের মেয়ের বলে দাফন, ৪ দিন পর জীবিত উদ্ধার
অজ্ঞাত লাশ নিজের মেয়ের বলে দাফন, ৪ দিন পর জীবিত উদ্ধার
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
ইলিশ কি শুধু ভারতেই যায়?
ইলিশ কি শুধু ভারতেই যায়?