X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে কথিত টার্গেট কিলিংয়ে ৪র্থ মুসলিম নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ২০:০৩আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:১২

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে গত ৯ মাসে চারজন মুসলিম ব্যক্তির হত্যার ঘটনায় স্থানীয় ও ফেডারেল পুলিশ তদন্ত শুরু করেছে। এসব ঘটনার মধ্যে কোনও ধরনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখবে তারা। চারটি হত্যাকাণ্ডের সবশেষ ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। অঙ্গরাজ্যটির গভর্নর এগুলোকে টার্গেট কিলিং হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শনিবার আলবিউকুয়েরকিউ পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা সাংবাদিকদের বলেছেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক যুবককে হত্যা করা হয়েছে।

নিহতের নাম ও হত্যাকাণ্ডের পরিস্থিতির বিস্তারিত জানানো হয়নি। এর আগের তিনটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ বলেছিল, নিহতদের ফাঁদে ফেলে কোনও সতর্কতা ছাড়াই গুলি করে হত্যা করা হয়েছে।

মেডিনা বলেছেন, আগের তিনটি ঘটনার সঙ্গে সর্বশেষ হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।

এর আগে নিউ মেক্সিকো পুলিশ জানিয়েছিল, অঙ্গরাজ্যের বৃহত্তম শহরে গত ৯ মাসে ঘটা তিনটি হত্যাকাণ্ডে নিহতদের ধর্ম ও বর্ণের কারণে টার্গেট করা হয়েছে প্রতীয়মান হচ্ছে।

নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম শনিবার শেষ রাতে টুইটারে লিখেছেন, মুসলিম বাসিন্দাদের টার্গেট কিলিং গভীর উদ্বেগের এবং একেবারে মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, তদন্তে সহযোগিতায় রাজ্যে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

তদন্তে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পুলিশ, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইউএস মার্শাল সার্ভিসসহ বেশ কয়েকটি সংস্থা অংশ নিচ্ছে।

আগের তিনটির মধ্যে দুটি ঘটনায় একই মসজিদে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনা দুটি ঘটে জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের শুরুতে। এর আগে নভেম্বরে এক আফগান অভিবাসীকে হত্যা করা হয়েছিল। পুলিশ বলছে, নভেম্বরের হত্যাকাণ্ডের সঙ্গে দুটি ঘটনার যোগসূত্র থাকার দৃঢ় সম্ভাবনা রয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
হার্ভার্ডে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘনের আলামত পেয়েছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে