X
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

‘দেশ নরকে যাচ্ছে’, আদালত থেকে ফ্লোরিডায় ফিরে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ০৯:২০আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫:৪০

সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে গোপনে ঘুষ দেওয়ার মামলায় ম্যানহাটনের আদালতে শুনানি শেষে ফ্লোরিডায় ফিরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ রিসোর্ট মার-এ-লাগোয় ফিরে সমর্থকদের উদ্দেশে কড়া ভাষায় বাইডেন প্রশাসনের এমন বিচারের সমালোচনা করে বলেন, ‘আমি কখনও ভাবিনি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে, কখনও ভাবিনি’।

মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটনের আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। দিনভর উত্তেজনা বিরাজ করছিল নিউ ইয়র্ক সিটিতে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল আদালত ও সড়কে।

আদালতের বাইরে ট্রাম্পের সমর্থকদের অবস্থান

দুপুরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে ম্যানহাটনের আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ৭৬ বছরের ট্রাম্প গাড় নীল স্যুট ও লাল টাই পরে আদালতে উপস্থিত হন।

সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন ট্রাম্প। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেফতার হন ট্রাম্প।

ট্রাম্পকে ঘিরে নিউ ইয়র্কে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ছবি: রয়টার্স

আদালতে তিনি ৫৭ মিনিটের মতো অবস্থান করেন। সেখানে ব্যবসায়িক প্রতারণার ৩৪টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের মামলার পরবর্তী ব্যক্তিগত শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ড্যানিয়েল স্টর্মি (বাঁয়ে), ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: এপি

আদালত থেকে বেরিয়ে খুবই একটা কথা বলেননি তিনি। অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল তাকে। সরাসরি চলে যান ফ্লোরিডায়। নিজ বিলাসবহুল রিসোর্টে ফিরেই ভাষণে পুরো ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, ‘আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই থেকে সরিয়ে দিতেই এমন আয়োজন করেছেন প্রসিকিউটরা। ২০২৪ সালের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য এমন ভুয়া মামলা আনা হয়েছে। যা অবশ্যই অবিলম্ববে বন্ধ করা উচিত।’

২০২২ সালে মার-এ-লাগো এস্টেট থেকে এফবিআই স্পর্শকাতর নথি উদ্ধারের প্রসঙ্গে সমালোচনা করে বলেন, আমাদের দেশ নরকে যাচ্ছে। এসব ঘটনা আমাদের দেশের জন্য অপমানজনক। কারণ বিশ্ব আমাদের দেশকে নিয়ে হাসি তামাশা করছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ভুয়া অ্যাখা দিয়ে ট্রাম্প বলেন, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে বিভিন্ন সময়। দুটি মিথ্যা অভিশংসন আনা হয়। মূলত আমি যে অপরাধ করেছি যারা এ জাতিকে ধ্বংস করতে চায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য।

আইনজীবী কোনও অপরাধ খুঁজে পায়নি দাবি করে সমর্থকদের বলেন, আমার বিরুদ্ধে কোনও প্রমাণও নেই। আইনজীবী ও বিশেষজ্ঞরাও আশ্বস্ত করেছেন বলে জোর গলায় দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: আল জাজিরা, সিএনএন

/এলকে/
সম্পর্কিত
নাশকতার মামলায় বিএনপির ৭ নেতাকর্মী রিমান্ডে
ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে শিশুসহ নিহত ৭
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণে বিশ্বজুড়ে ক্ষোভ
সর্বশেষ খবর
ক্রীড়াঙ্গনে শেখ হাসিনাতেই আস্থা
ক্রীড়াঙ্গনে শেখ হাসিনাতেই আস্থা
বিজয়ের মাসে ৮৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
বিজয়ের মাসে ৮৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
নাশকতার মামলায় বিএনপির ৭ নেতাকর্মী রিমান্ডে
নাশকতার মামলায় বিএনপির ৭ নেতাকর্মী রিমান্ডে
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
যাত্রীসেবা বাড়াতে ৪ অঞ্চলে ভাগ হচ্ছে রেলওয়ে
যাত্রীসেবা বাড়াতে ৪ অঞ্চলে ভাগ হচ্ছে রেলওয়ে
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা