যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১১ জুলাই) রাতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। সেই সঙ্গে ট্রাম্প বর্তমানে নিরাপদে আছেন জেনে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
শনিবার রাতে ট্রাম্পের সঙ্গে বাইডেন কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
ট্রাম্পের ওপর হামলার প্রায় দুই ঘণ্টা পর, দেলাওয়্যারের রেহোবোথ বিচ থেকে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোন স্থান নেই।’
ট্রাম্পের ওপর যখন হামলা হয়, তখন সেন্ট এডমন্ডস ক্যাথলিক চার্চে গণসমাবেশে অংশ নিয়েছিলেন বাইডেন।
দেলাওয়্যার থেকে শনিবার রাতেই তড়িঘড়ি রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিরছেন তিনি। সেই সঙ্গে রবিবার সকালে হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটি ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে ব্রিফিং আহ্বান করেছেন বাইডেন।
হামলার এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার এ ঘটনা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।