X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

স্কুল শেষে শিশুদের ক্যাম্পে গাড়ি ঢুকে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৯

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি গাড়ি দ্রুত বেগে একটি ভবনের ভেতর ঢুকে পড়লে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ইলিনয়ের চ্যাথাম গ্রামে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ভবনটির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স আনুমানিক চার থেকে আঠারোর মধ্যে। তারা সবাই ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্পে অংশ নিয়েছিল। গাড়িটি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো।

কেউ ইচ্ছা করে এ কাজ করেছেন, নাকি এটি দুর্ঘটনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর ছয়জনকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইলিনয় রাজ্য পুলিশ জানিয়েছে, গাড়িচালক অক্ষত ছিলেন এবং তাকে পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ এখনও চালকের বয়স প্রকাশ করেনি। ঘটনার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

রাজ্য পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়ে স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ির ধাক্কায় মারা পড়া তিনজনের মৃতদেহ ভবনের বাইরে পড়ে ছিল। একজন ভবনের ভেতরে আঘাত পেয়ে মারা যান।

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, আহতদের সহায়তা ও অভিভাবকদের তাদের সন্তানদের খুঁজে পেতে সাহায্য করতেইলিনয়ের বিভিন্ন এলাকা থেকে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে ভবনে বড় বড় গর্ত দেখা যায়। ঘটনাস্থলের আশেপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেছেন, তাঁর প্রশাসন থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ইলিনয় রাজ্যের সিনেটর ডরিস টার্নার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, তার কার্যালয় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

ওয়েবসাইট অনুযায়ী, ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্প শিশুদের জন্য বাইরের কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে রয়েছে ফিল্ড ট্রিপ, হাইকিং এবং মাছ ধরা ইত্যাদি।

চ্যাথাম গ্রামে প্রায় ১৪ হাজার মানুষের বসবাস। এটি রাজ্যের রাজধানী স্প্রিংফিল্ড থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
মস্কো অঞ্চলে রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে দুই শহীদদের স্মরণে সড়ক ও চত্বর উদ্বোধন
জুলাই আন্দোলনে দুই শহীদদের স্মরণে সড়ক ও চত্বর উদ্বোধন
বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায়
বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায়
হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ