X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

বাংলাদেশসহ ১৪ দেশে নতুন শুল্কের সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৩:২১আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৪:৩২

বাংলাদেশসহ ১৪ দেশের শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্যযুদ্ধ উসকে দিয়েছেন। সোমবার (৭ জুলাই) তিনি এক ডজনের বেশি দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছানোর যে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা তিনি কিছুটা নমনীয়ভাবে বিবেচনা করতে পারেন। ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, টোকিও ও সিউলের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

তবে আগের মতো এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর-কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প। তবে এরই মধ্যে তার এ ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি বছরের ২ এপ্রিল বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় ওই সব দেশের জন্য ১০ শতাংশ শুল্ককে ভিত্তি হিসেবে ধার্য করা হয়।

তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেওয়ায় ট্রাম্প দ্রুতই ১০ শতাংশের ওপরে যে শুল্ক ছিল, তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। এ অতিরিক্ত শুল্ক আগামীকাল বুধবার থেকে আবার কার্যকর হওয়ার কথা ছিল। এর আগেই ট্রাম্প সংশ্লিষ্ট দেশগুলোর সরকারপ্রধানদের চিঠি পাঠান।

চিঠি অনুযায়ী, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।

এছাড়া ব্রিকস জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে, এমন দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যদি দেশগুলো পাল্টা ব্যবস্থা নেয়, তবে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে সোমবার একটি নির্বাহী আদেশে আগামীকালের সময়সীমা আনুষ্ঠানিকভাবে ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাবে গতকালই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস নামে।

/এস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে অর্থনীতিতে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯
বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ খবর
যারা পিআর চায়, তারা আ. লীগকে ফেরাতে চায়: শামসুজ্জামান দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে ফেরাতে চায়: শামসুজ্জামান দুদু
৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
১৪ হাজার পিস ইয়াবার মামলায় তিন জনের যাবজ্জীবন
১৪ হাজার পিস ইয়াবার মামলায় তিন জনের যাবজ্জীবন
টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়
টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের