X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বাঁ-চোখে দেখার আশা সিদ্দিকুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ১৯:০৭আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২০:৪১

হাসপাতালের বেডে সিদ্দিকুর (ফাইল ছবি) তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর আজ শনিবার (৫ আগস্ট) চোখের ব্যান্ডেজ খোলার পর কিছুটা দেখতে পারছেন বলে জানিয়েছেন। তবে টিয়ারশেলের আঘাত পাওয়া বাঁ-চোখে তিনি দেখতে পারবেন কিনা সে বিষয়ে এখনই পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ পরে সবশেষ পরিস্থিতি জানা যেতে পারে।  চেন্নাইয়ের শংকর নেত্রালয় থেকে তার সহপাঠীদের এসব তথ্য জানিয়েছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী পরিচালক ডা. জাহিদুল এহসান মেনন।
সিদ্দিকুরের সহপাঠী ও বন্ধু শেখ ফরিদ শনিবার বাংলা ট্রিবিউনকে জানান, সিদ্দিকুরের সঙ্গে চেন্নাইয়ে যাওয়া ডা. জাহিদুল এহসান মেননের সঙ্গে তাদের কথা হয়েছে। আগামী ১১ আগস্ট তারা দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন।
কথা হয়েছে সিদ্দিকুরের সঙ্গেও। তিনি বন্ধুকে জানান, শনিবার সকাল ১১টায় তার চোখের ব্যান্ডেজ খোলা হয়। তখন তিনি বাংলাদেশে থাকাকালীন বাঁ-চোখে যে আলো দেখতেন সেটাই এদিনও অনুভব করেছেন।
চোখে আলো অনুভবের কথা জানিয়ে দেশবাসীর কাছে সিদ্দিকুর দোয়া চেয়েছেন যেন তিনি দৃষ্টি ফিরে পান। আগামী ৭ আগস্ট চেন্নাইয়ের চিকিৎসক ডা. লিঙ্গম গোপাল তাকে আবার দেখবেন। 
সহপাঠী শেখ ফরিদ বলেন, ‘ঢাকায় সিদ্দিকুর বাঁ-চোখের একপাশ দিয়ে দেখতে পারছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু চেন্নাই গিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষার পর ওই চোখে দেখছেন না বলে জানান। কিন্তু গতকাল (৪ আগস্ট) অস্ত্রোপচারের পর আজ ব্যান্ডেজ খোলা হলে তিনি আবার দেখতে পারছেন বলে জানিয়েছেন। তবে পুরোটা নিশ্চিত হতে আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ সব ওষুধ গ্রহণে শেষে নিশ্চিত হওয়া যাবে।’

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্দিকুরের ডান চোখে আলো ফেরার সম্ভাবনা নেই এবং বাঁ-চোখের অবস্থাও ভালো না বলে জানান দেশের চিকিৎসকরা। পরে তার চোখের চিকিৎসার ব্যাপারে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসরা তাকে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

এদিকে শনিবার এক অনুষ্ঠানে সিদ্দিকুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে তাকে আমরা চেন্নাই পাঠিয়েছি। গতকাল (শুক্রবার) রাতে খবর নিয়েছি তার অস্ত্রোপচার হয়ে গেছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সিদ্দিকুর চেয়েছিল তার চোখে একটা অস্ত্রোপচার হোক। যদিও চেন্নাইয়ের চিকিৎসকরা বলেছিলেন, চোখে আলো ফেরার কোনও সম্ভাবনা নাই। তারপরও সে বলেছিল একটা অস্ত্রোপচার চাই। তাই তার ইচ্ছা অনুযায়ী অস্ত্রোপচারটা করতে চেন্নাই চিকিৎসকদের কাছে আমরা অনুরোধ করেছি।’

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান