X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

গণটিকার দ্বিতীয় ডোজ নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১১:২১আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:৫৪

রাজধানীর দুই সিটি করপারেশন এলাকার ১৩২টি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নগরীর বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন নগরবাসী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে খিলগাঁও ৩২৫, দক্ষিণ গোড়ান নগর স্বাস্থ্যকেন্দ্র-২-এ গিয়ে মানুষের ভিড় দেখা যায়। লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে মানুষ। সেখানে কোথাও কোনও বিশৃঙ্খলা দেখা যায়নি।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক আরাফাত হোসেন বলেন, ‘যারা ২৮ সেপ্টেম্বর টিকার প্রথম ডোজ নিয়েছেন আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তাদের সবাইকে মোবাইল ফোনে এসএমএস দেওয়া হয়েছে। আমরা কার্ড গ্রহণ করে টিকা দিয়ে দিচ্ছি। টিকা নেওয়ার পর সবার জন্য কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।’

গণটিকা নিতে আসা মানুষের সারি একই চিত্র দেখা গেছে সিপাহীবাগের নগর স্বাস্থ্যকেন্দ্রে। এই কেন্দ্রেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সিটি করপোরেশন জানিয়েছে, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের আজ তারাই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৭৫টি ওয়ার্ডে একযোগে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যাতে সুন্দর ও সুশৃঙ্খলাভাবে টিকা নিতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ১২ হাজার ৮২৭ জন নারীসহ মোট ২৮ হাজার ৭০২ জনকে টিকা দেওয়া হয়েছে। আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।’

গণটিকা নিতে আসা মানুষের সারি অপরদিকে, উত্তর সিটির ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে এক হাজার মানুষকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া শুরু হয়েছে।

জানতে চাইলে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর পরও যদি কেউ বাকি থাকে তাদের আমরা চারটা পর্যন্ত টিকা দেবো। তার পরও বাকি থাকলে তাদের জন্য আগামী শনিবার টিকার ব্যবস্থা করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কেন্দ্রগুলো পরিদর্শন করছি। কোথাও কোনও বিশৃঙ্খলা হয়নি। সবাই লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে টিকা গ্রহণ করছেন।’

গণটিকা নিতে আসা মানুষের সারি দক্ষিণ সিটির মেরাদিয়ার নগর স্বাস্থ্যকেন্দ্রে থেকে টিকা নিতে আসা রোজিনা আক্তার বলেন, ‘এখান থেকেই গণটিকা কর্মসূচির মাধ্যমে প্রথম ডোজ নিয়েছি। গতকাল দ্বিতীয় ডোজের এসএমএস এসেছে। আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। ২০ জনের পর সিরিয়াল এসেছে। টিকা নিয়ে এখন চলে যাচ্ছি।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাস্তব ও বাড়ছে: ডন
ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাস্তব ও বাড়ছে: ডন
বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এখন মিরাজ
বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এখন মিরাজ
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা
সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে শমিত সোমের!
সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে শমিত সোমের!
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত