গত ২৪ ঘণ্টায় দেশে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৫৫ জন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ২৪০ জন। শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৭ হাজার ৩০৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৯৯৩টি, অ্যান্টিজেন টেস্টসহ এক হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।