X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্তন ক্যানসারে মৃত্যু বেশি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬

সারা বিশ্বে যে পরিমাণ রোগী ব্রেস্ট বা স্তন ক্যানসারে আক্রান্ত  হয়ে মারা যায় তার বেশিরভাগই নিম্ন ও মধ্যম আয়ের দেশের। এর অন্যতম কারণ এই দেশগুলোতে সচেতনতা ও এই রোগ সম্পর্কে ধারনার অভাব। এছাড়া এই রোগের সেবা পাওয়ার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হওয়াও এর অন্যতম কারণ।

‘পাওয়ার অব শি’-এর আয়োজনে “স্তন ক্যানসার সচেতনতা ও নারী উদ্যোক্তা পুনর্মিলনী" শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে মিরপুর ১১-এর ঋদ্ধি গ্যালারিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে নারীদের ব্রেস্ট স্ক্রিনিং প্রশিক্ষণ দেওয়া এবং এ বিষয়ে কারও কোন সমস্যা থাকলে সেটাও পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়। এছাড়া নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নানা পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. হাসান শাহরিয়ার কল্লোল, সরকারি কর্মচারী হসপিটালের রেডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. মারিয়াম সুলতানা এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. উম্মে হুমায়রা কানেতা।

অনুষ্ঠানে নারীদের ব্রেস্ট ক্যানসার নিয়ে ডা. হাসান শাহরিয়ার কল্লোল বলেন, “স্তন ক্যানসার নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে এক ধরনের ট্যাবু বা লজ্জা কাজ করে যা এই রোগের ঝুঁকি বিস্তারের অন্যতম কারণ। তাছাড়া আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে এই রোগের চিকিৎসার অনেক সীমাবদ্ধতাও এই রোগের মৃত্যু ঝুঁকির অন্যতম কারণ।”

ব্রেস্ট ক্যানসারের নির্ণয় ও প্রতিকার সম্পর্কে ডা. কল্লোল আরও বলেন, “সবার আগে আমাদের পরিবারের সদস্যদের এই রোগের বিষয়ে সচেতন হতে হবে। বিশেষ করে লজ্জাকে ভুলে গিয়ে পরিবারের নারী সদস্যদের ব্যাপারে পুরুষ সদস্যদের সচেতন হতে হবে। উপসর্গ পরিলক্ষিত হলে দ্রুততম সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কোনও প্রকার দেরি করা চলবে না।”

আলোচনার মাঝে ডা. কল্লোল একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে স্তন ক্যানসারের লক্ষণ, করণীয় ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। 

ডা. মারিয়াম সুলতানা বলেন, “আমাদের দেশের মেয়েরা ব্রেস্ট ক্যানসার নির্ণয় ও প্রতিকারের ক্ষেত্রে অনেক অসহায়। কারণ আমাদের সমাজের নারীরা এ রোগের ব্যাপারে পরিবারের কারও সঙ্গে আলোচনা করতে লজ্জাবোধ করেন। বিশেষ করে নারী শিশুদের ক্ষেত্রে তাদের পিতার বা পুরুষ সদস্যদের লজ্জা শিশুর আক্রান্তের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। আর এই সমস্যার প্রতিকারের জন্য আমাদের পরিবারের সদস্যদের মাঝে দূরত্ব কমাতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের নারীদের স্তন ক্যানসারের ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। এজন্যে নারীদের সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও প্রচারণা চালাতে হবে। আর মৃত্যু ঝুঁকি কমাতে উপসর্গ বা সন্দেহ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে ও পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে।”

পাওয়ার অব শি’র প্রজেক্ট চিফ ও আলোচনা সভার সভাপতি সাবিনা স্যাবি বলেন, “ব্রেস্ট ক্যানসারের বিষয়ে আমাদের সমাজে যে ট্যাবু রয়েছে তা দূর করতে হবে। সে সঙ্গে ব্রেস্ট ক্যানসারের বিষয়ে সচেতনতাও বৃদ্ধি করতে হবে। আর এই ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা গড়ার ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমাদের আজকের এই আয়োজন।”

“পাওয়ার অব শি” সম্পর্কে আলোচনায় তিনি বলেন, ‘আমরা মূলত মানুষের জন্য কিছু করতে চেয়েছি সবসময়। সাম্প্রতিক সময়ে সকলের প্রচেষ্টায় বন্যার্তদের পাশে ছিলাম। খুব ক্ষুদ্র পরিসরে হলেও আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলাম এজন্য সবাইকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য।’

তিনি আরও বলেন, যেহেতু পুরো অক্টোবর মাস জুড়েই ব্রেস্ট ক্যানসার সচেতনতার মাস। এটাকে গুরুত্ব দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠান আয়োজন করেছি। তবে সময়ের একটু আগেই এই আয়োজন করারও একটা কারণ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চলা অস্থিরতা, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকা, এরপর আবার ভয়াবহ বন্যা– সব মিলিয়ে আমাদের উদ্যোক্তাদের ব্যবসার উপর বড় একটা প্রভাব পড়েছে। যার ফলে উদ্যোক্তারা আর্থিক এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে এই আয়োজনের মাধ্যমে আমরা সবাইকে একসঙ্গে করার চেষ্টা করেছি। আমাদের উদ্যোক্তাদের মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছি। সবাই মিলে আবার ভালো কিছুর শুরুটা যেন আমরা সবাই করতে পারি সেই চেষ্টা করেছি।’

এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শোক, বিনম্র শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা সভার শেষ পর্যায়ে ডা. উম্মে হুমায়রা কানেতা উপস্থিত নারী দর্শকদের স্তন ক্যানসার নির্ণয়ের জন্য ব্যবহারিক প্রশিক্ষণ দেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক