X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

এইচএমপিভি নিয়ে নজরদারি বাড়ানোর আহ্বান বাংলাদেশ হেলথ ওয়াচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাস বর্তমানে যুক্তরাজ্য এবং সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ), একটি সুশীল সমাজের প্ল্যাটফর্ম হিসেবে, হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV)-এর সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নজরদারি জোরদার করতে, রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে এবং ভাইরাস বাংলাদেশে প্রবেশের আগে চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাংলাদেশ হেলথ ওয়াচ জানায়, করোনাভাইরাস সংক্রমণ শুরুর ঠিক পাঁচ বছর পর চীনের উত্তর অঞ্চলে এই ভাইরাসটি একটি শ্বাসতন্ত্রজনিত ভাইরাস, যা বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এইচএমপিভির উপসর্গগুলো অনেকটা কোভিডের মতো। এই রোগ হলে হালকা ঠান্ডার মতো উপসর্গ থেকে শুরু করে মারাত্মক অসুস্থতা, যেমন নিউমোনিয়া এবং ব্রংকাইটিসও হতে পারে।

এইচএমপিভি সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায়। এছাড়া স্পর্শ বা করমর্দনের মতো সংস্পর্শে এইচএমপিভি ছড়াতে পারে। আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ সিডিসি বলছে, এইচএমপিভি রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থান যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত চোখে, নাকে বা মুখে ছোঁয়ালে এইচএমপিভি ছড়াতে পারে।

হেলথ ওয়াচের মতে, করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যেমন- বাইরে গেলেই মাস্ক পরা, ২০ সেকেন্ড ধরে সাবান-পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, জন সমাগমস্থল এড়িয়ে চলা।

এছাড়া হাঁচি, কাশি দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান পানিতে ধুয়ে ফেলা, যদি টিস্যু না থাকে তাহলে কনুই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি দেওয়া।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া। পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা। আর সর্দি, কাশি, জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সময় কাটাই’
মেছতা হলে কী করবেন?
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা