X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

কিডনি দিবস ও ২৬ মার্চ উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৭:২৩আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:২৩

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন।

বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কিডনি সম্পর্কিত সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাও বিনামুল্যে করা হবে। মাত্র ১ হাজার ২০০ টাকায় ৫টি পরীক্ষাসহ প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন)  হেলথ চেকআপ করা হবে। এছাড়া ৫ জন হত দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ফ্রি ডায়ালাইসিস করা হবে (মেডিসিন ছাড়া)।

আগামীকাল ১৩ মার্চ সারা বিশ্বে কিডনি দিবস পালন করা হবে। প্রতি বছর এ দিবসটি আনুষ্ঠানিকভাবে কিডনি দিবস হিসেবে পালন করে থাকে। এ বছর বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য হলো— ‘আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। মাসব্যাপি ফ্রি মেডিক্যাল উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতাল বিভিন্ন চিকিৎসা সেবামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

কিডনি-বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। বাংলাদেশে প্রায় ২ কোটির বেশি মানুষ কোনও না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে  ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। মৃত্যুঘাতী  হিসেবে কিডনি রোগের অবস্থান ২ যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে সপ্তম এবং ২০৪০ সালে পঞ্চম অবস্থানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে গত বছর ১৫ দিনব্যাপী ক্যাম্পে ১ হাজার ৩৯৩ জন রোগীর সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আর/ই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এর মধ্যে ১৪৯ জন রোগীর রক্ত ও প্রশ্রাব পরীক্ষায় কোনও না কোনও কিডনি সম্পর্কিত জটিলতা পাওয়া যায়। এতে দেখা যায়, গড়ে প্রায় ১১ শতাংশ মানুষ কিডনির সমস্যায় রয়েছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় প্রায় ২০ কোটি
ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
ইসরায়েলি গোয়েন্দা প্রধানকে অপসারণ করলো নেতানিয়াহু সরকার
ইসরায়েলি গোয়েন্দা প্রধানকে অপসারণ করলো নেতানিয়াহু সরকার
ঈদের পোশাকের জন্য টাকা চেয়ে না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যার অভিযোগ
ঈদের পোশাকের জন্য টাকা চেয়ে না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যার অভিযোগ
কত টাকা থাকলে জাকাত দেবেন?
কত টাকা থাকলে জাকাত দেবেন?
রূপান্তরিত ধীবর
রূপান্তরিত ধীবর
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত