X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সেলফি তোলার সবচেয়ে জনপ্রিয় ১০ স্থান

জার্নি ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ১৫:১৩আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৫:১৩

ছবি: গেটি ইমেজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টাম্বলার ও টুইটারে প্রতিদিন হাজার হাজার সেলফি শেয়ার হয়। ঘুরে বেড়ানোর সময় মোবাইল ফোনে এই কাজ করতে বেশি আনন্দ হয় সবার। এর মধ্যে বিভিন্ন দেশের ভ্রমণকারীরা বিশ্বের ১০টি স্থানে সেলফি তোলেন বেশি। যুক্তরাজ্য ভিত্তিক টিকিট বুকিং সাইট অ্যাট্রেকশনপিক্স সেলফি ট্যাগ থাকা ২১ কোটি ৯০ লাখ ইনস্টাগ্রাম পোস্ট বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। আমেরিকার তিনটি, যুক্তরাজ্য ও ফ্রান্সের দুটি করে আর সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও স্পেনের একটি করে স্থান আছে তালিকায়।

সেলফি তোলার জনপ্রিয় ১০ স্থানের তালিকায় শীর্ষে আছে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্থানের মধ্যেও অন্যতম। দুই নম্বরে আছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ড। সেখানে ইপকট থেকে শুরু করে সিন্ডেরেলা’স ক্যাসেল, বিভিন্ন চরিত্রসহ সেলফি তোলার অনেক অপশন রয়েছে।

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় উঠে পর্যটকদের সেলফি তোলার প্রবণতা বেশ লক্ষণীয়। এটি আছে তালিকার তিন নম্বরে। তারপরে আছে যুক্তরাজ্যের লন্ডন শহরের শোভা ঐতিহাসিক ঘড়ি ভবন ‘বিগ বেন’। নিউ ইয়র্কের বিখ্যাত নিদর্শন এম্পায়ার স্টেট বিল্ডিং রয়েছে পাঁচ নম্বরে।

স্পেনের বার্সেলোনায় কাতালান স্থপতি আন্তোনি গদির বিখ্যাত গির্জা সাগরাদা ফামিলিয়া স্থান করে নিয়েছে তালিকার ছয় নম্বরে। সাত নম্বরে থাকা ডিজনিল্যান্ড প্যারিসে স্লিপিং বিউটি ক্যাসেলের সামনে রাতের বেলায় সেলফি তোলার হিড়িক পড়ে, বিশেষ করে আতশবাজির সময়।

ইতালির রোমের ঐতিহাসিক নিদর্শন কলোসিয়ামের সামনে গ্লাডিয়েটরের সাজে সেলফি তোলা বেশ জনপ্রিয়। এই জায়গাটি রয়েছে আট নম্বরে। তারপরে স্থান পাওয়া নিউ ইয়র্কের আরেক জনপ্রিয় আকর্ষণ টপ অব দ্য রক থেকে এম্পায়ার স্টেট বিল্ডিং ও সেন্ট্রাল পার্ক দেখা যায়। ১০ নম্বরে আছে লন্ডন ব্রিজ।

বিশ্বের শীর্ষ ১০ সেলফি তোলার স্থান
আইফেল টাওয়ার ১. আইফেল টাওয়ার, প্যারিস
ডিজনি ওয়ার্ল্ড ২. ডিজনি ওয়ার্ল্ড, ফ্লোরিডা
বুর্জ খলিফা ৩. বুর্জ খলিফা, দুবাই
বিগ বেন ৪. বিগ বেন, লন্ডন
এম্পায়ার স্টেট বিল্ডিং ৫. এম্পায়ার স্টেট বিল্ডিং, নিউ ইয়র্ক
সাগরাদা ফামিলিয়া ৬. সাগরাদা ফামিলিয়া, বার্সেলোনা
ডিজনিল্যান্ড প্যারিস ৭. ডিজনিল্যান্ড প্যারিস
কলোসিয়াম ৮. কলোসিয়াম, রোম
টপ অব দ্য রক ৯. টপ অব দ্য রক, নিউ ইয়র্ক
লন্ডন ব্রিজ ১০. লন্ডন ব্রিজ, লন্ডন

সূত্র: সিএনএন, টেলিগ্রাফ

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক