X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লাগেজ ডেলিভারিতে অনিয়ম: সৌদি এয়ারলাইনসকে লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ১৭:১৯আপডেট : ০৪ জুন ২০১৯, ১৭:৩১

সৌদি এয়ারলাইনস আকাশপথে নিয়ম অনুযায়ী যাত্রীর সঙ্গে একই ফ্লাইটে তার ব্যাগ বহন করে বিমান সংস্থাগুলো। তবে যাত্রীদের আকৃষ্ট করতে উড়োজাহাজের ধারণক্ষমতার বেশি লাগেজের অনুমোদন দেয় কোনও কোনও এয়ারলাইনস। এ কারণে অনেক লাগেজ যাত্রীর সঙ্গে একই ফ্লাইটে আনতে পারে না তারা। পরবর্তী কোনও ফ্লাইটে সেগুলো যাত্রীর গন্তব্যে নেওয়া হয়। এ কারণে অনেক ক্ষেত্রে লাগেজ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 

সম্প্রতি একই পদ্ধতি অবলম্বন করছিল সৌদি এয়ারলাইনস। লাগেজ ডেলিভারিতে এমন অনিয়ম করায় সৌদি আরবের এই রাষ্ট্রীয় বিমান সংস্থাকে ১ লাখ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আান্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ জুন) এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।

যাত্রীদের লাগেজ একই ফ্লাইটে না এনে পরবর্তী সময়ে একসঙ্গে অনেকের ব্যাগ বহন করছে এয়ারলাইনটি। এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর বেল্টের কাছে স্তুপ করে রাখা হয়েছে। এ কারণে সেটি ব্যবহারে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বারবার সতর্ক করার পরও একই কাজ করায় সৌদি এয়ারলাইনসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শাহজালাল আান্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, লাগেজ লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে নির্ধারিত জায়গার চেয়ে বেশি জায়গা ব্যবহার করছে সৌদি এয়ারলাইনস। এতে ১ নম্বর বেল্টের কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। এ কারণে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে ঢাকায় আসা বাংলাদেশি বংশোদ্ভুত ফরাসি নাগরিক ফরিদ আহাম্মেদের একটি লাগেজ হারিয়ে ফেলে সৌদি এয়ারলাইনস। পরে তারা যাত্রীর চাহিদা অনুযায়ী ক্ষতিপূরণ না দিয়ে নিজেরা একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে রাজি হয়। কিন্তু যাত্রী সন্তুষ্ট না হওয়ায় তা গ্রহণ করেননি। বিষয়টি এখনও মীমাংসা হয়নি বলে জানা গেছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র