গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে ঢাকার বিশেষ-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার ২৪ আসামির মধ্যে চার জন আসামি মারা গেছেন। বর্তমান আসামির সংখ্যা ২০ জন।