X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় সিটিটিসির অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুলাই ২০২১, ২০:২৭আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি জঙ্গি আস্তানায় ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসির অভিযান সমাপ্ত হযেছে। অভিযানে বোম ডিস্পোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। এখন বন্দর এলাকায় আরও এক জঙ্গি আস্তানায় অভিযান চলছে। 

নোয়াগাঁওয়ের অভিযান শেষে রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় সিটিটিসির প্রধান ডিআইজি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আবদুল্লাহ আল মামুনকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। গত ১৭ মে সিদ্ধিরগঞ্জের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামুনকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে আরেকজনকে গ্রেফতার করা হয়। এখানকার অভিযান সমাপ্ত হয়েছে। এখানে তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা ছাড়াও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।এখন দ্বিতীয় অভিযান চলছে মামুনের দেওয়া তথ্যে গ্রেফতার করা ব্যক্তির বাড়িতে। নারায়ণগঞ্জের বন্দরের কেওডালার হাজীপাড়া এলাকায় তার বাড়ি ঘিরে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, জঙ্গি মামুনের সঙ্গে কোনও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক নেই। সে নব্য জেএমবির বোমা তৈরির কারিগর। তার এই আস্তানায় আরও অনেকের আসা-যাওয়া ছিল বলে সে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বন্দরেও অভিযান চলছে।

এই অভিযান চলাকালে জঙ্গিরা তাদের ফেসবুক গ্রুপে হামলা করার হুমকি দিয়েছে। এ কারণে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রবিবার রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। 

সিটিটিসি কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার ওই আস্তানায় তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়। 

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

 

/এনএল/এমআর/এমওএফ/নারায়ণগঞ্জ প্রতিনিধি/এমএএ/
সম্পর্কিত
কাশ্মীর হামলায় জড়িতদের ‘অকল্পনীয়’ শাস্তি দেওয়ার অঙ্গীকার মোদির
কাশ্মীরে জঙ্গি হামলাভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রস্তুত পাকিস্তান
আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল, ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি
সর্বশেষ খবর
পেঁয়াজ-রসুনের পাউডার বানাবেন যেভাবে
পেঁয়াজ-রসুনের পাউডার বানাবেন যেভাবে
রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক
রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক
শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ
শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ
ভারত ও পাকিস্তানের সংঘাত চীন-যুক্তরাষ্ট্র লড়াইও?
ভারত ও পাকিস্তানের সংঘাত চীন-যুক্তরাষ্ট্র লড়াইও?
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি