X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এই বসন্ত-ভালোবাসায় কত আয়োজন

সুবর্ণ আসসাইফ
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২

এই বসন্ত-ভালোবাসায় কত আয়োজন ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তবে এবার ঋতুরাজ বসন্তের আগমনকে বিশেষ করেছে ভালোবাসা দিবস। রঙ বেরঙের ফুল যেমন বসন্তকে বরণে পসরা সাজিয়েছে প্রকৃতি জুড়ে তেমনি ভালোবাসার ছোঁয়া দিতে নগরীর ব্যস্ত জীবনেও নানা আয়োজন।

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর খাবার দোকানগুলো ভোজন রসিকদের জন্য রেখেছে আকর্ষণীয় সব অফার। পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান, হোম ডেলিভারিতেও থাকছে ডিসকাউন্ট, বিশেষ প্লেটার, ফটোশুটসহ বিভিন্ন আয়োজন।

অলরাউন্ডার সাকিব আল হাসানের সত্ত্বাধিকারী রেস্টুরেন্ট সাকিব ৭৫ রেস্টুরেন্টে ভালোবাসা দিবসে ভাগ্যবান দম্পতি পাবেন সাকিব আল হাসানের সঙ্গে ডিনারের সুযোগ।

ধানমন্ডির বিয়ে বাড়িতে এক হাজার টাকার খাবার খেলেই থাকছে ফটোশুটের সুযোগ। দুপুর ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই সুযোগ। আজিমপুর, মারভেল ক্যাফেতে শাহী মোগলাই প্ল্যাটার অফার আছে ২৭০ টাকাতে। প্ল্যাটারে পাওয়া যাবে রেশমি পোলাও, শাহী চিকেন রোস্ট, ডিমের করমা, টাটকা সালাদ, কোমল পানীয়। তবে ন্যূনতম ৪ জনের জন্য প্ল্যাটার নিতে হবে।

বনশ্রীর অফ বিট রেস্টুরেন্টে পিজ্জা বা পাস্তার সাথে ৪ পিস ক্রিসপি উইংস ফ্রি দেওয়া হচ্ছে শুধুমাত্র প্রেমিকযুগলের জন্য।

মিরপুরে দ্য ডাইনিং লাউঞ্জে শিকাগো স্টাইল ডিপ ডিশ পিজ্জাতে ৫০০ টাকা ডিসকাউন্ট এই ভালোবাসার দিনেই। অন্যদিকে পেরি পেরি ওয়ার্ল্ডে ১৬ আইটেমের প্লাটার থাকছে ৫০০ টাকায়। ম্যারিওজ রেস্টুরেন্টে থাকছে ম্যাক্সিকান বোল ৩৮০ টাকাতে।

আড্ডা মাল্টি কুইজ্যিন রেস্তোরাঁতে থাকছে ১৪% ডিসকাউন্ট। প্যাভিলিয়ন রেস্তোরাঁয় ৪৫টির বেশি আইটেমসহ বুফে পাওয়া যাবে মাত্র ৭০০ টাকায়।

অফার দেওয়াতে পিছিয়ে নেই হোম ডেলিভারি সার্ভিসগুলো। পাপড়ি’স ড্রিমের গ্রুপ মেম্বাররা পাচ্ছেন ১৬টি আইটেমে ৫% ডিসকাউন্ট।

এই বসন্ত-ভালোবাসায় কত আয়োজন পাঁচ তারকা হোটেলগুলোতেও রয়েছে খাবারের সাথে বিনোদনের ব্যবস্থা। ঢাকা রিজেন্সি, র‌্যাডিসন ব্লু, প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ থাকছে বিশেষ আয়োজন।

ঢাকা রিজেন্সিতে লান্স ও ডিনার ৩৪৯০ টাকা জনপ্রতি। র‌্যাডিসন ব্লুতে থাকছে রোমান্টিক ক্যান্ডেল লাইট বার্বিকিউ ডিনার, লাইভ মিউজিক, ড্যান্সিং প্রোগ্রাম, ফ্রেস বার্বিকিউ প্রোডাক্ট ৭,৪৬৪ টাকা জনপ্রতি। প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ লান্স থাকছে ৩,৫০০ টাকা ও ডিনার ৪,৫০০ টাকা জনপ্রতি, ফুল ক্যাফেতে বার্বিকিউ ও লাইভ মিউজিক থাকছে ৪,০০০ টাকা জনপ্রতি।

ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে লা মেরিডিয়ান ঢাকা ভালোবাসা দিবসের আগের দিন অর্থাৎ আগামী ১৩ ফেব্রুয়ারি অতিথিদের জন্য একটি উপভোগ্য ইভেন্ট আয়োজন করেছিল। এদিন হোটেলে আগত অতিথিরা লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে প্রিমিয়াম বুফে ডিনার উপভোগ করেছেন। ভালোবাসা দিবস উদযাপনে বিশেষ থিমেই সাজানো হয়েছে লা মেরিডিয়ান ঢাকা। অতিথিরা তাদের প্রিয়জনকে নিয়ে ইটালিয়ান রেস্টুরেন্ট ফ্যাভোলা’তে ৫ কোর্স ডিনার উপভোগ করতে পারবেন ১৫,০০০++ টাকায়। রোম্যান্টিক আবহ তৈরিতে থাকবে লাইভ স্যাক্সোফোন পরিবেশনা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?