X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জটমুক্ত মোলায়েম চুল পাবেন যেসব উপায়ে

জীবনযাপন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫

এই বৃষ্টি, এই রোদ। একদিন বৃষ্টি না হলেই আবার জেঁকে বসে ভ্যাপসা গরম। গরমে ঘেমে, বৃষ্টিতে ভিজে চুলের হয়ে যায় দফারফা। আঠালো চুলে জট বেঁধে যায়। এই আবহাওয়ায় চুলের যত্নে কিছুটা বাড়তি সময় রাখা প্রয়োজন। ঘরোয়া যত্নে চুলের আঠালো ভাব দূর করতে পারেন সহজেই। ঘরে তৈরি কয়েকটি কন্ডিশনার ব্যবহার করলে চুল হবে জটমুক্ত, নরম ও মসৃণ। এছাড়া প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুল রাখতে পারেন মোলায়েম ও সুন্দর। জেনে নিন কিছু টিপস।  

  • এক কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিন। এতে ৪ চা চামচ সরিষার তেল মেশান। ১ থেকে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণটি চুলে লাগান। চুলে এই কন্ডিশনার লাগানোর আগে চুল ভালো করে আঁচড়ে নিন। চুল ধুয়ে শ্যাম্পু করে এরপর এই কন্ডিশনারটা চুলে লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। 
  • শ্যাম্পু শেষে চাল ভেজানো পানি দিয়ে চুল ধুয়ে নিন। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।
  • ২টি ডিমের কুসুম এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে ১ থেকে ২ ঘন্টা রাখুন। এরপর ঠান্ডা পানিতে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই কন্ডিশনারটি ব্যবহার করুন।
  • ১ টেবিল চামচ করে নারিকেলের তেল, গোলাপজল, মধু ও লেবুর রস মেশান। ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • দুটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। শ্যাম্পু ব্যবহার শেষে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • কয়েক চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মেয়োনিজ মেশান। একটি ডিম ভেঙে দিয়ে দিন মিশ্রণে।  সব উপাদান একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা রাখুন আধা ঘণ্টা। এরপর ঠান্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • ২টি ডিমের কুসুমের সঙ্গে ৪ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ লেবুর রস এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি সপ্তাহে একবার চুলে লাগালে চুল হবে মসৃণ ও ঝলমলে।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। এর সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু শেষে চুল শুকানোর পর এটি স্প্রে করুন চুলে। চুল হবে সিল্কি ও মসৃণ। 
  • মেথি সারারাত পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পেস্ট করে চুলে লাগান। ৩০ মিনিট প্র শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • একটি পাকা কলা চটকে দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • চুলে তেল ব্যবহারের কোনও বিকল্প নেই। সপ্তাহে অন্তত দুইদিন সময় নিয়ে তেল ম্যাসাজ করুন চুলে। 
/এনএ/
সম্পর্কিত
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
গ্রীষ্মের গরমে ত্বকের যত্ন নেবে পাকা পেঁপে
ব্যস্ত মায়ের রূপচর্চায় ১০ টিপস
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির