অনেকে প্রতিদিনই চুল ধুয়ে নেন শ্যাম্পু দিয়ে। অনেকে আবার কয়েকদিন পর পর পানি লাগান চুলে। চুল কত দিন পর পর ধোবেন সেটা নির্ভর করে চুলের ধরনের উপরেও। বিশেষজ্ঞরা বলছেন, চুলে জমে থাকা ময়লা, চুলের গোড়ায় জমে থাকা অতিরিক্ত তেল দূর করতে শ্যাম্পু ব্যবহার করা জরুরি। তবে প্রতিদিন বা অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের কারণে চুল নষ্ট হয়ে যেতে পারে। কারণ প্রতিদিন চুল ধুলে চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল শুকিয়ে যায়। ফলে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে। জেনে নিন প্রয়োজনীয় টিপস।
- প্রচুর শারীরিক পরিশ্রম করলে, ব্যায়াম করলে ঘাম বেশি হয়। সেক্ষেত্রে অনেকদিন পর পর ধোয়া যাবে না চুল।
- সালফার ফ্রি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন চুলের যত্নে।
- চুল কত দিন পর পর ধোবেন সেটা নির্ভর করে আপনার চুল রুক্ষ হয়ে যাওয়ার উপরেও। অনেকের চুল প্রতিদিন ধুলে রুক্ষ হয়ে যায়, অনেকের আবার তিন দিন শ্যাম্পু না করলে রুক্ষ হয়।
- যাদের চুল সিল্কি বা স্ট্রেইট তারা একদিন পর পর ধুয়ে নেবেন চুল। কারণ এ ধরনের চুল খুব দ্রুত তৈলাক্ত হয়ে যায়। ফলে একদিনের বেশি পানি না লাগালে চুপসে যায়।
- যারা চুল কোঁকড়ানো তারা সপ্তাহে একবার অথবা দুইবার ধুলেই যথেষ্ট।
- চুল স্টাইলিং করতে গিয়ে স্প্রে বা জেল ব্যবহার করলেও শ্যাম্পু প্রয়োজন।
- ওয়েভি বা ঢেউ খেলানো চুল দুই থেজে তিনবার ধুয়ে নিন প্রতি সপ্তাহে।
- যাদের চুল সহজে রুক্ষ ও শুষ্ক হয়ে যায় তারা সপ্তাহে দুই থেকে তিনবার ভেষজ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। শ্যাম্পু ব্যবহারের আগে অবশ্যই তেল গরম করে ম্যাসাজ করবেন চুলে।
- যদি প্রতিদিন বাইরে বের হতে হয় এবং রোদ, ধুলাবালি ও ঘামের সংস্পর্শে চুল আসে, তবে দুই দিনে অবশ্যই একবার ধুয়ে নেবেন চুল।
- ঘনঘন শ্যাম্পু ব্যবহার যদি করতেই হয়, তবে শ্যাম্পুর সঙ্গে খানিকটা পানি মিশিয়ে পাতলা করে নিন।