X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপচর্চায় কফি ব্যবহারের কিছু উপায়

জীবনযাপন ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১০:২৮আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:২৮

কফির মগে চুমুক দিলে নিমিষেই যেন দূর হয়ে যায় ক্লান্তি। শুধু কি তাই? কফি কিন্তু ত্বক ও চুলের যত্নেও অনন্য। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কফি ত্বক উজ্জ্বল ও কোমল রাখে, পাশাপাশি চুলও করে ঝলমলে। জেনে নিন রূপচর্চায় কফি ব্যবহারের কিছু উপায় সম্পর্কে। 

  • কফিতে থাকা অ্যাসিড ত্বকের লোমকূপ খুলে দেয়। এতে ত্বকে জমে থাকা ধুলো পরিষ্কার হয়। ত্বক হয় উজ্জ্বল মসৃণ ও টানটান। ১ চা চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য পানি ও ১ চা চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি ভালো করে গুলে নিন। ১০ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। ত্বক টানটান হবে। 
  • কফি ত্বকের কোষের পুনঃবৃদ্ধি নিয়ন্ত্রণ করে, কোলাজেন টিসুর সংখ্যা বাড়ায় ও ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পরিমাণ মতো কফি ও নারকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগান। ভেজা আঙুল দিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু অতুলনীয়। এছাড়া চুলের গোড়ায় থাকা জীবাণু দূর করতেও সক্ষম এই উপকারী উপাদানটি। ১ টেবিল চামচ কফি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • সংবেদনশীল ত্বকের জন্য বানিয়ে ফেলতে পারেন কফিস মাস্ক। ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বকের একদম ভেতরের ময়লা দূর করে কফি ও ওটমিলের ফেসপ্যাক। ১ চা চামচ ওটমিলের সঙ্গে ১ চা চামচ কফি মেশান। এই দুই উপাদানের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২ মিনিট ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বক উজ্জ্বল এবং টানটান করে কফি ও লেবুর ফেসপ্যাক। ২ থেকে  ৩ চা চামচ কফির সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য প্রতিদিন ব্যবহার করুন এই ফেসপ্যাক।
  • একটি কাপে চার ভাগের এক ভাগ কফি, একই পরিমাণ চিনি ও ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অয়েল মিশিয়ে নিন। ত্বক পানিতে ভিজিয়ে মিশ্রণটি ঘষুন ধীরে ধীরে। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও কোমল হবে। গোসলের সময় ব্যবহার করতে পারেন স্ক্রাবটি।   
  • মেহেদি পেস্টের সঙ্গে কফি গুঁড়া মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কয়েক ঘণ্টা। শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চমৎকার রঙের ঝলক আসবে চুলে।
  • ২ টেবিল চামচ গরম পানি, ১ টেবিল চামচ কফি, ২ টেবিল চামচ তেল, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়া ও একটি ডিমের কুসুম ভালো করে মেশান। মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুল ভিজিয়ে নিন প্রথমে। এরপর ক্যাস্টর অয়েল ও কফির মিশ্রণ ভালো করে লাগান চুলে। উঁচু করে খোঁপা বেঁধে রাখুন ঘণ্টাখানেক। মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল।
  • কফি পাউডারের সঙ্গে লেবু মিশিয়ে বাহুমূলে ঘষুন। ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাবেন।
  • ২ চা চামচ কফি ও ২ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ত্বক উজ্জ্বল ও কোমল করবে এই প্যাক।
/এনএ/
সম্পর্কিত
ত্বকের কালচে দাগ দূর করবে ঘরে তৈরি এই ৬ উপটান
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
সর্বশেষ খবর
পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত
যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯
যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো