তরমুজ উঠে গেছে বাজারে। ইফতার আয়োজনে রাখতে পারেন প্রাণ জুড়ানো তরমুজের স্মুদি। স্বাস্থ্যকর এই স্মুদি পানির চাহিদাও মেটাবে। জেনে নিন রেসিপি।
ব্লেন্ডারে টুকরো করা ও বিচি ছাড়ানো তরমুজ দিন। আরও দিন টুকরো করা কলা ও স্ট্রবেরি। এর সঙ্গে মেশান ১ চা চামচ লেবুর রস ও আমন্ড দুধ। চাইলে এর বদলে নারকেলের দুধও মেশাতে পারে। স্বাদ মতো চিনি বা মধু দিন। কোনও মিষ্টি যোগ করতে না চাইলে বাদ দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। ব্লেন্ড করার সময় বরফের টুকরা দিয়ে দিন অথবা গ্লাসে বরফের টুকরা মিশিয়ে নিন। পরিবেশন করুন ইফতারে।