X
সোমবার, ১৬ জুন ২০২৫
২ আষাঢ় ১৪৩২

এসি ব্যবহার করলেও বিদ্যুৎ বিল কম আসবে, টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১০ জুন ২০২৫, ১৬:৫৭আপডেট : ১০ জুন ২০২৫, ১৭:০০

বেশ কিছুদিন টানা বৃষ্টির কারণে গরমটা বেশ সহনীয় ছিল। কিন্তু গ্রীষ্মের গরম আবারও জেঁকে বসেছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে এসি চালিয়েই দিন পার করতে হচ্ছে। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না। এসি ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখলে বাড়তি বিলের বোঝা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

  • ইনভার্টার এসি কিনুন। এ ধরনের এসির মোটরটি প্রয়োজন মতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে। ইনভার্টার এসিতে থাকা সেন্সর ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে কম্প্রেসার পুরোপুরি বন্ধ না করে মোটরটির চলার গতি কমিয়ে দেয়। ফলে বিদ্যুৎ খরচ কম হয়।
  • যাদের এসি আছে, তারা গরমের শুরুতেই একবার সার্ভিসিং করিয়ে নিন। নিয়মিত এসি সার্ভিসিং জরুরি। পাশাপাশি এসির ভেতরের ভেন্টগুলোও পরিষ্কার করতে হবে। এতে কম্প্রেসরের ওপর চাপ কম পড়বে ও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।
  • ব্যুরো অব এনার্জি এফিশিয়েন্সি’র (বিইই) মতে, এয়ার কন্ডিশনারের ডিফল্ট তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস হওয়া বাঞ্ছনীয়। এই তাপমাত্রা মানবদেহের জন্য স্বস্তিদায়ক। এসির তাপমাত্রা বাড়ালে প্রতি ডিগ্রির জন্য ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়। ফলে ১৮ ডিগ্রির বদলে ২৪ দিয়ে রাখলে বিদ্যুৎ খরচ বাঁচবে অনেকটাই।
  • এসি চালানোর আগে দরজা জানালা লাগিয়ে দিন ঘরের। দ্রুত ঠান্ডা হবে ঘর।
  • একটানা এসি না চালিয়ে মাঝে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখুন। ঘণ্টা খানেক এসি চালানোর পর সেটি বন্ধ রাখলেও ঘর ঠান্ডা থাকবে অনেকক্ষণ।
  • এসির পাশাপাশি রুমের ফ্যানও চালিয়ে দিন। এতে এসির তাপমাত্রা খুব বেশি কমাতে হবে না। ফ্যানের বাতাসের সঙ্গে এসির ঠান্ডাও ছড়িয়ে পড়বে রুমজুড়ে।
  • অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস যেমন টিভি, ফ্রিজ এগুলো থেকে তাপ নির্গত হয়। ফলে রুমে এগুলো থাকলে ঘর ঠান্ডা হতে সময় লাগে বেশি। সম্ভব হলে এসি চালানোর আগে ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ করে দিন।
  • বিদ্যুৎ খরচ বাঁচাতে এসি চালিয়ে টাইমার সেট করে দিতে পারেন। এতে নির্দিষ্ট সময় পর এসি আপনাআপনিই বন্ধ হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে টাইমার সেট করে রাখতে পারেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোগী ও স্বজনকে মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান
রোগী ও স্বজনকে মারধরের ঘটনার পর হাসপাতালে দুদকের অভিযান
গলে চ্যালেঞ্জ যেমন আছে, থাকছে অনুপ্রেরণাও
গলে চ্যালেঞ্জ যেমন আছে, থাকছে অনুপ্রেরণাও
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৫
২-৩ সপ্তাহ ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল
২-৩ সপ্তাহ ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল
সর্বাধিক পঠিত
নগরভবনে সভা করছেন ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’
নগরভবনে সভা করছেন ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা থেকে সরে দাঁড়ালো ভারত?
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা থেকে সরে দাঁড়ালো ভারত?
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল
ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল
তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের
তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের