X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পান্তা, মাছ ভাজা আর ভর্তা নিয়ে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালে কিশোয়ার

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ২১:১৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ০০:৫৫

পর্দা উঠলো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের গ্র্যান্ড ফিনালের। সোমবার প্রচারিত হয় চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ড। এদিন নিজের রেসিপি হিসেবে পান্তা ভাত, আলু ভর্তা, মাছ ভাজা ও সালাদ উপস্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী। তার রেসিপি মুগ্ধ করেছে বিচারকদের। এই রন্ধনশৈলী দিয়েই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ ফাইনালে জায়গা করে নিয়েছেন কিশোয়ার।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য এমন খাবারের রান্না ছিল দৃশ্যত বেশ ঝুঁকিপূর্ণ। এ নিয়ে নিজের মধ্যে ভীতি কাজ করছিল। তারপরও ঝুঁকি নিয়েই এদিন কিশোয়ার তার রেসিপি তুলে ধরেন। বিচারকদের উদ্দেশে বলেন, ‘এটি এমন এক ধরনের খাবার, যা আপনি কোনও রেস্টুরেন্টে পাবেন না।’

এর আগে গত রবিবার সেমিফাইনাল রাউন্ডে দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে টপ থ্রি-তে জায়গা করে নেন কিশোয়ার। সোমবার সেরা দুইয়ে স্থান করে নিতে সমর্থ হন তিনি।

বিচারকদের পাশাপাশি এরইমধ্যে ভোজন রসিকদেরও মন জয় করতে সমর্থ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী। কিশোয়ারকে বিজয়ীর মুকুটে দেখতে ‘গো কিশোয়ার’ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকে।

প্রথমে কালা ভুনার রেসিপি দিয়ে কিশোয়ার মাতোয়ারা করেন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারকদের। তারপর বিশ্বজয় করে তার রান্না মাছের ঝোল। পরবর্তীতে বাংলাদেশের কিশোয়ার চৌধুরী বিচারকদের হাততালি কুড়ান চিরচেনা আলুর দমের ফুচকা, চটপটি আর সমুচা বানিয়ে। সোমবার এ তালিকায় যুক্ত হয় পান্তা ভাত, আলু ভর্তা, মাছ ভাজা আর সালাদ। এভাবেই প্রতিযোগিতায় বিচারকদের তাক লাগিয়ে চলেছেন তিনি।

তাকে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ১৩তম সিজনের তারকা হিসেবে দেখছে বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। অস্ট্রেলিয়ার পত্রপত্রিকাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রশংসায় ভাসছেন কিশোয়ার।

কিশোয়ার চৌধুরীর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। ৫০ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। মায়ের বাড়ি কলকতায়। ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। পেশায় তিনি একজন ‘বিজনেস ডেভেলপার’। দুই সন্তানের মা এই নারী সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে গিয়েই পরিবারের কাছ থেকে শিখেছেন নানান রেসিপি। তাকে নিয়ে বাংলাদেশিদের মতোই গর্বিত তার পরিবারও।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
টুভালুর এক-তৃতীয়াংশ মানুষ অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী
আইইপি বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ
সর্বশেষ খবর
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার