X
সোমবার, ২০ মার্চ ২০২৩
৬ চৈত্র ১৪২৯

আবু আলীর ‘শেয়ারবাজারের সহজপাঠ’

সাহিত্য ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪

শেয়ারবাজারে কখন এবং কীভাবে বিনিয়োগ করবেন। কীভাবে চিনবেন ভালো-মন্দ শেয়ার? কোন শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন। এসব বিষয় নিয়ে আবু আলীর লেখা একটি তথ্যনির্ভর বই ‘শেয়ারবাজারের সহজপাঠ’। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে ৬৩৪ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। সাধারণ মানুষ কীভাবে শেয়ারবাজারে ব্যবসা শুরু করবেন সে বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এ বইয়ে।

এতে বলা হয়েছে, দেশের মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো সংগ্রহ করে বৃহদাকার পুঁজির সংস্থান করা যায়। এই পুঁজিবাজারই দেশের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বৃহদাকার শিল্পায়নে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করেছে। বিনিয়োগকারীদেরও ব্যাপক লাভের সম্ভাবনা সৃষ্টি করে, তবে এই বাজারে বিনিয়োগে সতর্ক না হলে বড় ধরনের লোকসান হতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখেই ‘শেয়ারবাজারের সহজপাঠ’ রচনা করেছেন লেখক। অনেক সময় বিনিয়োগকারীরা আবেগে বিনিয়োগ করে থাকেন। এতে লোকসানের মুখোমুখি হয়ে ক্ষতির শিকার হন। সব বিনিয়োগকারীই মুনাফা করতে চান। কিন্তু পারেন না। এজন্য সাধারণ বিনিয়োগকারীদের কথা বিবেচনা করেই লেখক এ বইটি লিখেছেন।

বইটির মূল্য : ১৮০ টাকা। মেলা উপলক্ষ্যে ২৫% কমে ১৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, লেখক দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে পুঁজিবাজার রিপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়া শেয়ারবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, লেখকের এটি চতুর্থ গ্রন্থ। এর আগে ২০২১ সালের অমর একুশে বইমেলায় ভ্রমণসংক্রান্ত ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালের একুশে বইমেলায় তার ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ২০১৮ সালে প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’ প্রকাশিত হয়।

/জেডএস/
সর্বশেষ খবর
বিএনপিকে নির্বাচনি ভীতিতে পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী
বিএনপিকে নির্বাচনি ভীতিতে পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী
আমরা শাসক না, সেবক হতে চাই: র‌্যাব ডিজি
আমরা শাসক না, সেবক হতে চাই: র‌্যাব ডিজি
ট্রফি জিতেই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
ট্রফি জিতেই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...
শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...
পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা
পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা
ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী
ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী
রেমিট্যান্সের পালে হাওয়া
রেমিট্যান্সের পালে হাওয়া
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!