X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাঁচটি কবিতা

ফরহাদ নাইয়া
২২ জানুয়ারি ২০২০, ০৭:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৭:০০

পাঁচটি কবিতা

ঢাকা

ধুলোর ভিতর অফ হয়ে আছে এই ওড়া।

সমস্ত বাড়ি থেমে গেছে

ছাদের সিগন্যালে।

কী আছে আমাদের জীবনে

ঢাকা খুলে দিয়েছি।

কথার দিকে তাতানো ভারি জ্যাম,

যেন ছেড়ে দিলে

কলরবে ডুবে যাবে শহর

আর বাক্যের ভেতর সাঁতার কাটতে কাটতে

আমার একটি কথা কখনোই কূল পাবে না।

 

কলোনি

ইঁদুর ধরতে না পারার ক্ষোভে বিড়ালটা বছরের পর বছর মন খারাপ করে থাকল।

একদিন খুব তাড়া করে প্রায় ধরেই ফেলছিলো। হুট করে কই যে লুকিয়ে গেলো ইদুরটা,

আর খুঁজে পেলো না। পরে জানা গেলো ইদুরটা বিড়ালের পেটের ভেতর বাস করে

এবং ওটাই তার একমাত্র লুকানোর ঘর। এটি জানতে পারার পর বিড়ালটা

নিজেকেই নিজে খেয়ে ফেললো এবং নিজের পেটের ভেতর হৃদপিণ্ড থেকে সমস্ত রক্তনালীতে ইদুরকে তাড়া করে বেড়ালো।

 

**

একদিন সব হবে, কথাটি ভাবতেই মনে হয় একটা দিন আমার জন্য ঘাপটি মেরে

বসে আছে অথচ আসছে না, এরকম মনে হলে ভাবি তাকে টেনে হিঁচড়ে নিয়ে

আসবো কিংবা ভুলিয়ে ভালিয়ে। কিন্তু কোথায় বসাব তাকে, খাওয়াব কী! আমার তো

ঘর নেই, খাওয়ার পয়সা নেই, রোগ হলে ওষুধও তো নেই। ভাই একদিন এভাবে

এসো না এ গরীবরে ঘরে, লজ্জা দিয়ো না। একদিন শব হবে নিশ্চিত, ওইদিন এসো।

 

**

বুক নয়, মুখ নয়

দুনিয়া পকেটে থাকে

তোমার হাসির ভেতরে কিছু নাই

চাঁদে নাই কিছু

কিংবা অন্য গ্রহে

হৃদয়ের ছাদে উঠে

শরীর দেখো

শরীরে কিছু নাই

মনে নাই কিছু

শরীরই শব হয়

সব হয় শব

সব কথা শব নয়

সবার ভেতর থেকে আলাদা কথা নাই।

আলাদা মন নাই শুধুই মানুষের।

পুরুষের মতো এই পৃথিবী ধনযোগী।

তুমি-আমি-আমরা ব্যথার মতো নরম

একটা আসল গাধা নাই।

সাগরের ভাব নিয়ে যতদূর নদী

কোথাও সমুদ্র নাই।

অথচ আমি আছি

সকল মেঘের উপরে

আকাশের মগডালে

শিউলি ফুল খুলে

কোথাও ঝরে পড়ছে এই রাত।

 

**

বিকেল কি নারিকেল

কদবেল আমড়া

বিকেলের গায়ে থাকে

সকালের চামড়া।

দুপুর কি নুপুরের

টুপুরের তোয়ালে

দুপুরকে টানে রোজ

তিনমুখো বোয়ালে।

সকাল কি মহাকাল

অকালে পাকে রোজ

সকালের পিছু লেগে

দুপুরের ভুরিভোজ।

রজনী কি সজনীর

গজনীর মহারাজ

রজনীর বাম বুকে

লুকানো সে কারুকাজ।

//জেডএস//
সম্পর্কিত
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
প্রিয় দশ
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ