X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্বাস হয় না আমার ।। ইলিয়াস আলভি

অনুবাদ : মঈনুস সুলতান
০৩ জানুয়ারি ২০২২, ১৮:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:০৫

[কবি ও চিত্রকর ইলিয়াস আলভির জন্ম ১৯৮২ সালে, আফগানিস্তানের ডায়কুন্দি প্রদেশে। তার গ্রন্থের সংখ্যা ৩টি, প্রথমটি কাবুল ও বাকি দুটি প্রকাশিত হয়েছে তেহরান থেকে। দারি বা আফগানিস্তানে প্রচলিত ফার্সি ভাষার সাম্প্রতিক কালের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি আলভি। কবিতা লেখার পাশাপাশি ক্যালিওগ্রাফিতে দক্ষতার জন্যও তিনি উল্লেখযোগ্য। হাজারা সম্প্রদায়ের এই তরুণ, যার স্বদেশে সোভিয়েত ইউনিয়নের দখলদারী কয়েম হলে শরণার্থী হিসাবে তেহরানে বসবাস করেন কয়েক বছর।
প্রবাহমান মুক্তক ছন্দে তিনি ভাবনা-প্রধান পদাবলী রচনা করেন। তবে সামগ্রিক বিচারে বোদ্ধারা তার লেখায় ধ্রুপদী প্রকরণ যথা কাসিদা এবং গজলের গীতলতা খুঁজে পান। শরণার্থী জীবনে কবি ‘দূর-এ-দারী’ বা ‘দারী ভাষার মণিমুক্তা’ নামক সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালে, ‘গর্গ-ই খোয়াবলাবি হাসতাম’ বা ‘দিবাস্বপ্নে বিভোর এক নেকড়ে’ শিরোনামের কাব্যসংকলনের জন্য ‘ব্রডকাস্টার পোয়েট্রি অ্যাওয়ার্ড’ ও ‘এনুয়েল বুক অ্যাওয়ার্ড ফর ইয়াং পোয়েটস’ নামক দুটি সম্মানজনক পুরস্কার অর্জন করে আলভি নামজাদা কবিদের রশ্মিবলয়ে যুক্ত হন। ২০০৮ সাল থেকে অভিবাসী হিসাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। এই কবিতাটি দারি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ফাতেমেহ শামস।] 
 

মৃত্যু যদি হয় তোমার এখানে 
হে প্রিয়,
তাহলে তা যেন হয় যক্ষ্মারোগে
অথবা নিউমোনিয়ায়,
প্রার্থনা করি—তোমার সমাপ্তি যেন না আসে
আত্মঘাতি বোমায়।

খানিকটা সময় যেন পাও তুমি
যাতে স্মৃতিময় দিনগুলি করতে পারো রোমন্থন, 
চলছে কেমন শরীরের বিষয় আশয়—
কারা এসেছে কাছে—কে ছিলো পরম স্বজন,
উদবেগের উত্তপ্ত আবেগে কেটেছে তো সময় ঢের
পরিকল্পনা করতে পারো এবার—নীরবে নিজস্ব প্রস্থানের।

বাড়ি থেকে কোনো চিন্তাভাবনা না করে বেরিয়েছো—
অবশেষে আমরা খুঁজে পেলাম শুধু তোমার জুতা জোড়া—বাজারে
অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পেলাম না তোমার দু’চোখের,
ব্যাপক তালাশ করেও পেলাম না তোমার বাহু, 
কিংবা হাস্যোজ্জ্বল—প্রিয় সে মুখমণ্ডল
কেবল শার্টটি ঝুলে ছিলো বিজলির তারে,

যাঞ্চা করি—ঘটে না যেন এমন কিছু তোমার জীবনে।

নিজ চোখে আমি প্রত্যক্ষ করতে চাই তোমার মৃত্যু
আমার সেবা-স্নিগ্ধ প্রতিবেশে যেন মৃদু হয় অন্তিম প্রহরের ত্রাস,
আমার কবোষ্ণ সান্নিধ্যে যেন ফেল তুমি শেষ নিঃশ্বাস,
আমার আঙুল যেন মুদিয়ে দেয় তোমার চোখের পাপড়ি,
তা না হলে বিশ্বাস করবে না কেউ—তামাম জীবন
আদতে কী ঘটেছে তোমার? 
কোনো গুজবেই কান দিতে পারবো না আমি
বিশ্বাস করবো না কিছু—প্রতীক্ষায় থাকবো সারাক্ষণ।

/জেডএস/
সম্পর্কিত
প্রিয় দশ
ইচ্ছা
প্রিয় দশ
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে