X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
জেমকন সাহিত্য পুরস্কার ২০২১

দিপন দেবনাথের কবিতা

দিপন দেবনাথ
০৫ জুলাই ২০২২, ১৯:০০আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৯:০০

দিপন দেবনাথ তার কবিতার পাণ্ডুলিপি ‘আদি ফসিলের গান’-এর জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২১ পেলেন (যৌথ)। আজ সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। দিপন দেবনাথের জন্ম চট্টগ্রাম জেলায়, ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি। পেশায় সরকারি চাকুরে।


অঝোর আলিঙ্গন

পারিজাত সুগন্ধে লীলাবতী এসেছে ফাল্গুনে
ঠোঁটের কোনে লেপটানো তীব্র আকাঙ্ক্ষায়—
ভেসে যাওয়া বাতাসে তার উন্মুখর ঢেউ
নোঙরের বাণ খুলে দূর পাড়ে নিয়ে যেতে কেউ
সাজিয়েছে বজরা, পসরার ঢাকে নতুন পল্লিগান 
বসন্ত কথনে তার গোপন আলাপ, জমানো অভিমান
বেজে ওঠে কথালয়ে ছায়াবুক দিঘল প্রান্তরে
খুঁজে নেয় প্রাণান্ত প্রাণ—নতুন পাতার ঘ্রাণ

চৈতালি ভোরে ডাগর মেয়েটি আঁচল শাখায়
লিখে রাখে রঙিন দিনের আলাপ, কাজলের দাগ
আকুঞ্চিত চোখের পালকে আঁকে মনময় স্বপন
লিখে রাখে শিশির প্রলেপে উত্তাপ শিহরন
পালিয়ে তাড়িয়ে ছোঁয় দারুণ উচ্ছ্বাস, একান্ত আলয়ে
ঘুম পালানোর উৎসবে মাতে বসন্ত দিন

উত্তাপ গাঢ় হয়ে জমে ওঠে মেঘের বালিকা
দুর্বার দুবাহু মেলে উদাত্ত আহ্বান—প্রিয় সম্ভাষণে
অচেনা কালবৈশাখী যখন নেমে আসে কোলে
প্রথম বর্ষায় জানায় অঝোর আলিঙ্গন 


দিঘির জলে কথা

এই যে দিঘিটি
ঈষৎ কালো জল, তবু টলমল
কবে কার কাজলের রেখা ধুয়ে গেছে
মিশে গেছে গহিনে, পরতে পরতে
তাই কি কালো? নাকি সব আলো
নিভে গেছে বলে এমন দিঘল দিনে
খুব আনমনে, টলমল করে ওঠে জল
এই দিঘি কোণে—

খুব কাছেই দিঘিটি, হাত বাড়ালেই 
ছোঁয়া যায় অনায়াসে 
হাওয়ার ভেলায় ভেসে, খুব কাছে এসে
কানে কানে শোনায় নীরবতা গান
ওপারে যে যায়, মুখ ক্ষণিকের ডাকে তুলে চায়
খোলা চাদরের ঘ্রাণ, স্নিগ্ধ, অপলক স্নান

এলো জল, মেঘের পালকে পলাতক প্রাণ
শুষ্ক প্রত্যাশা ঘুম ছুঁয়ে হাসে

এই দিঘি জানে
কতটা গভীরে তার কতখানি জল
কতটা নীরবে লিখেছে দূর অভিমান 
হাসনাহেনার রাত তারার ছায়ায়
নীরব কোলাহল 
অস্ফুট বোবা স্রোত, বিম্বিত জল
তবু টলমল
এই দিঘি কোণে—


একান্ত মনে হয়

বোকা মেহগনিটার পাশেই নেমে এসেছে সন্ধ্যা
ঠাঁই দাঁড়িয়ে দেখছে বয়েসি বুড়ো বট, কোলাহল থামিয়ে
মুক্তার মতো ঝরে পড়ছে ইলশেগুঁড়ি পিদিম আলোয়
হেঁটে যাচ্ছে পদচিহ্ন অচেনা রাস্তায়, ভেসে যেতে যেতে
কোনো এক তিথিতে কথা দিয়েছিল পরিযায়ী মেঘ
কথা দিয়েছিল উনুনের তাপ কাঁচা ঘামের গন্ধে
আজ তার স্মৃতি ভেসে আসছে গন্ধরাজের ঘ্রাণে
অপেক্ষার পাপড়ি খসে পড়ছে মাতাল হাওয়ার বাণে

চিরল পাতায় উঁকি দিচ্ছে বেহায়া নটী কোকিল
উঠোন পেরিয়ে, পাঁচিলের রঙ পলেস্তরার রাত
ডাহুকের কালো তিলে নিভে যায় আলো, জেগে ওঠে
হাসনাহেনা জোনাকির গান, অবচেতন শরীরের টান
আস্তিনে জেগে ওঠে পুরাতন সুখ, অস্ফুট অবিরাম

এমন আনচান মন, বিবাগী দিন—অদ্ভুত পরিচয়
এমন গোপন গোধূলি, রাতের মায়া—একান্ত মনে হয়


মুছতে পারবে না প্রিয়

অজস্র চুম্বনে চাষ করি বুকের উত্তাপ
কুয়াশাপাতানো মন, রাঙিয়ে দেই তোমার 
        প্রতিটি উত্তাল সরণি
চাইলেই তুমি মুছতে পারবে না প্রিয়—
আরও গহিনে গেঁথে দিয়েছি নির্বাণ কথামালা
আর্তনাদ, সমস্ত কাঁটার চিহ্ন সঙ্গোপনে রেখে
শাখা মেলেছে নানান আকাশে, জলছবিতে

অথৈ জলে ঢেউ তুলে ভাসিয়ে দিয়েছি তরি
তবে তুমি বয়ে যেতে পার জাত ধলেশ্বরী
অথবা লজ্জাবতীর মতো নুইয়ে পড়তে পারো
বুকে, যেখানে তোমার ছবি আঁকা বিস্তীর্ণ অবকাশে
মিশে যেতে পারো খুব অবলীলায়

একটা ঘুম শহরের মাঠে আমি চুম্বন চাষ করি
বাতাসে বাতাসে ছড়াই বেদুইন পরশ রেণু
ঘাসের বুকে, ঊর্ধ্বপানে আঙুল ছোঁয় আলো—
আলোয় আলোয় মাখে বিমুগ্ধ কম্পন ঠোঁট
আমি তোমার গহিনে রাখি একান্ত স্বাক্ষর
চাইলেই তুমি মুছতে পারবে না প্রিয়—


অব্যক্ত কথামালা

শুকিয়ে যায় আলো, এমনকি রাতের প্রলেপও
উষ্ণতা ক্ষয়ে যায় শান্ত মেরুতে, যেন
জন্মের ঘুম বাসর পাতে দুচোখের কোণে
গাঢ় থেকে গাঢ়, গভীরতর হয় পরিণত বিয়োগ
ভোরের স্নিগ্ধ স্নান, উবে যায় শিশিরের দাগ
স্বসাক্ষ্যে লিখে দেয় বিচ্ছেদ দলিল

এভাবেই একদিন সবাই ছেড়ে যায়
সবকিছু ফিকে হয়ে যায় সময়ের ডাকে
মুছে যায় একান্তে আঁকা গভীর আঁচড়
বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে বেদনার বাতিঘর

এভাবেই একদিন বুকের পাঁজরে নামে অমাবস্যা রাত
নিভে যায় দীপাবলির শেষ বাতিটি
নিষ্ঠুর আঘাতে হারিয়ে যায় শুকতারাটি
স্মৃতির গ্লানিতে মাসুল গুনে অব্যক্ত কথামালা
ক্লান্ত পথ নেমে আসে মাঝ বরাবর, হয়ে
আমাদের অনতিক্রম্য নদী—

/জেডএস/
সম্পর্কিত
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
প্রিয় দশ
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ