X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
কবিতা

গুজারিশ

রুবেল সরকার
১২ অক্টোবর ২০২১, ০৩:০৮আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৩:০৮

গুজারিশ

রক্তে বসা দোয়েল যদি একটা চুমু দিত
পাশ কাটানো নদী তোমার বঞ্চনা টের পেত

ঘুরতো যদি কামুক ফিঙে লাল জরায়ু ঘিরে
ময়ূর তবে কাক পুষতো কুরুক্ষেত্রে ফিরে
কেউ ভুলছে কেউ খুলছে গল্প তবু হাঁটে
একটা চিতা জ্বলছে খুব মনোদিয়ার ঘাটে

তবু বুঝি না মাতাল চোখ কোথায় গিয়ে থামে
শূন্য থেকে গড়ায় সিঁথি যেন তোমার নামে―

'আঁধার খুব আঁধার খুব'―ব'লে দৌড়ায় চোখ 
মায়াগর্ভে দুলতে থাকে ষোলোপ্রকার শোক
আমার হবে তোমার হবে কিংবা হবে তার
সূত্র থেকে পড়বে খুলে যত অলংকার...

রক্তে বসা দোয়েল যদি একটা চুমু দিত
পাশ কাটানো নদী আমার যন্ত্রণা টের পেত

 

সুন্দরসমগ্র : ০৬

ধরি, সেই ফুলের তুলনাম জ্যোৎস্না
আর জ্যোৎস্নারা জমজ, সর্বনামে

উঁকি ধরে তুলে নিই জোৎস্নারে
তারপর―তার আর পর
থেকেও নেই ভেবে
জ্যোৎস্নার ঘ্রাণবিন্দু ভয়ে-জয়ে
একটু একটু উবে যাওয়া
পূর্ণিমাদিকে... তুমি'র ভেতর...

সুইরাত―মায়ামুদ্রাকামিন
আরও হিম আরও মহিম
গড়ায় পূর্ণ ইমন;
আর পূর্ণিমারা জমজ, সর্বনামে
লুটায় না-জ্যোতি
নিজের গভীরে চুর নিজশ্রী
চাঁদডুবি ছল―চন্দ্রবিকল
আরও রুপা আরও পালি

ঈষতে তোমারে পাই
গঙ্গা-অববাহিকায়
আর তুমি'র অন্তরে
জ্বলে আর নেভে
মৃত্যুগ্নুৎপাত,
জন্ম-দে'শলাই!

কথা ও করাতকাঁটা
ভিজতে থাকে অন্য হিরে―
এমন চন্দ্রপ্রভায়,
যে আসে সে-ই যায় ফিরে
জমজ ডিলেমা ধরে!


দ্য থিওরি অব ভ্যানিটি

কাণ্ডে পেতেছি কান। সংশ্রবে, সবে দুলে উঠছে ভ্রু
পাখি সন্দেহে খুন মাছি। কবুতরি শত্রুতা―ঘ্রাণে
তালি ও তালিম একহাতেই।
                                          আমিশূন্য কেউ না

হেঁট হয়ে আসে। যায় ফণা তুলে। ঠোকরায়, খায়
যেভাবে পায়নি ক্ষুদ। গোলাপি জিভ। চক্রান্তাকারে। 
হাসে পুরোহিত। পৈতা রাঙায়।
                                              কেউশূন্য তুমি না

আনন্দে ঘাই মারে হাসি। পাথর ঠুকছে মাথা জলে
কথা বলে। দারুণ ঝুঁকিতে ঝোলে রহস্যকুড়াল
যে জানে সে গভীর আরও।
                                         তুমিশূন্য সে-ও না

সতর্কে কাটা পড়ে কাঁটা। কালরাত। মন রূপ কুকুর
হাঁটে চোখ। ধারালো সিঁড়ি। ঘুম ও বিদ্যুৎ সমার্থক
হুক খুলে বাঁধি ফুঁ। আঁড়ি পাতি।
                                               আমিশূন্য তুমি না

/জেডএস/
সম্পর্কিত
টি. এস. এলিয়টের 'জে. আলফ্রেড প্রুফরকের প্রেমগীতি'
আনা কাস্তিলোর কবিতা
রূপকুমারী নদীর চুম্বন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’