X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঢাবির ছাত্রাবাস প্রাঙ্গনে ডাম্পিং স্টেশনের পরিবর্তে আর্ট গ্যালারির দাবি

ঢাবি প্রতিনিধি
২২ জুন ২০২১, ২১:০৬আপডেট : ২২ জুন ২০২১, ২১:০৬

বর্জ্য ব্যবস্থাপনা সহজ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সেকেন্ডারি স্টেশন (এসটিএস) নির্মাণ করছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণেও নির্মাণ করা হচ্ছে একটি ডাম্পিং স্টেশন। এই এসটিএস নির্মাণ বাতিল করে সে জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ওই ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়রা।

মঙ্গলবার (২২ জুন) দুপুর দুইটায় নিউমার্কেট বটতলার পাশে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে এ মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফি বলেন, আমরা এসটিএস নির্মাণের বিপক্ষে নই। কিন্তু চারুকলার শিক্ষার্থীদের ছাত্রাবাসের সামনে ময়লার ভাগার মাননসই নয়। আমাদের শিল্পচর্চায় ব্যাঘাত ঘটবে। আমরা চাই, এসটিএসের স্থানে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপন করা হোক। এতে নিউমার্কেট এলাকায় আসা সাধারণ মানুষ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও বেশি জানতে পারবেন।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদুল্লাহ সাকিব বলেন, শাহনেওয়াজ ছাত্রাবাসে মূলত চারুকলার শিক্ষার্থীরা থাকেন। শিল্পচর্চার জন্য ভালো পরিবেশ দরকার। নিরিবিলি ও দুর্গন্ধমুক্ত পরিবেশ দরকার। কিন্তু ছাত্রবাসের সামনে ময়লা রাখার ডাম্পিং স্টেশন নির্মিত হলে শিল্প চর্চায় ব্যাঘাত ঘটবে। এমনিতেই এই এলাকায় যানজটে স্থবির থাকে। নিউমার্কেট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানকেন্দ্রীক বিভিন্ন শত শত ভ্যান, ট্রাক, মিনিট্রাক চলাচল করে। সেখানে নতুন করে যুক্ত হবে ময়লার গাড়ি। অত্র এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এসটিএস নির্মাণাধীন স্থানে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি স্থাপনের দাবি জানিয়ে সাকিব আরও বলেন, বাচ্চারা যখন নিউমার্কেটে প্রবেশ করবে তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে ধারণা পাবে। জঙ্গিবাদ প্রতিরোধেও এই আর্ট গ্যালারি ভূমিকা রাখবে।

/ইউএস/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস