X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খুলছে হাবিপ্রবির হল, থাকছে না গণরুম

হাবিপ্রবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে সোমবার (১৮ অক্টোবর) থেকে। তবে আবাসিক হলগুলো পর্যায়ক্রমে খোলা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনার টিকা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, সোমবার থেকে প্রথম দিকে তৃতীয়, চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন (শর্তসাপেক্ষে)। এরপর পর্যায়ক্রমে সব আবাসিক শিক্ষার্থীদের হলে উঠানো হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খোলার আগে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হল প্রশাসন। 

ডরমেটরি-২ হলের হল সুপার অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে হলগুলো খুলে দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতিতে উপাচার্যের নির্দেশে আবাসিক হলে আপাতত আমরা গণরুম রাখছি না। সেইসঙ্গে যাদের ছাত্রত্ব নেই তারাও হলে অবস্থান করতে পারবে না। ডরমেটরি-২ হলে প্রবেশের ক্ষেত্রে প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। একসঙ্গে ৮০ জন শিক্ষার্থী যেন পড়াশোনা করতে পারে সেজন্য হলে একটি রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ডাইনিং এবং ক্যানটিনের ব্যবস্থাও থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুর রহমান জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৫৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমাদের হল আগামী সোমবার থেকে খুলে দিতে যাচ্ছি। ওই দিন হলের আবাসিক শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবে। তবে সেদিন শুধুমাত্র মাস্টার্স এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়া হলে প্রবেশের আগে কমপক্ষে একডোজ টিকা নেওয়ার কার্ড দেখাতে হবে। তবেই শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হবে।

ফজিলাতুন্নেছা মুজিব হল সুপার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবু সাঈদ বলেন, হলের সংস্কারকাজের জন্য যে নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল সে অনুযায়ী কাজ করেছি। সংস্কারকাজের অংশ হিসেবে প্রত্যেক ওয়াশরুমে টাইলস বসানো হয়েছে। নতুন করে স্যানিটারি ফিটিংস লাগানো হয়েছে। প্রত্যেক রুমের রঙ করা হয়েছে। যেহেতু আমাদের হল আগামী মঙ্গলবার থেকে খুলবে সে জন্য কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

শেখ রাসেল হল সুপার সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, আমাদের হল আগামী ২০ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। হল খুলে দেওয়ার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে গুগল ডক ফরমের মাধ্যমে টিকা নেওয়া শিক্ষার্থীদের তথ্য নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে এবং ইউজিসির নির্দেশনায় হলের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় বরণ করে নিতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আশা করি, শিক্ষার্থীরা হলে উঠলে নতুন কিছু দেখবে।

/এএম/
সম্পর্কিত
শর্ত পূরণ করেও বৃত্তি পান না হাবিপ্রবির শিক্ষার্থীরা
র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের জন্য সড়ক অবরোধ
মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ