X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছাত্র ফেডারেশনের নেতাদের ‌‘পিটায়ে শোয়ায়ে’ দিতে বললেন সহকারী প্রক্টর

রাবি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৬:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬:০৯

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘লাশের মিছিল’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে মহানগর ও রাবি ছাত্র ফেডারেশন। বুধবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ফেডারেশনের এক নেতার হাতে প্ল্যাকার্ড দেখে ক্ষিপ্ত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুখলেছুর রহমান। প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের উদ্দেশে বলেন, ‘কী করো তোমরা? কীসের জন্য আসছো? শোয়ায়ে দিবা। এটা কি মগের মুল্লুক? পিটায়ে শোয়ায়ে দিবা এদের।’

ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা বলেন, সারাদেশে নিয়মিত সড়কে প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা। এ অবস্থায় নিরাপদ সড়কের দাবি ও রামপুরায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আমরা লাশের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। বেলা সাড়ে ১১টায় জোহা চত্বর থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে যাওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচির শুরুতে সহকারী প্রক্টর এসে আমাদের প্ল্যাকার্ড নিয়ে যান। ফলে আমাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের কর্মসূচি

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমাদের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে বলেন, ‘এই কী করো তোমরা? ক্যাম্পাসে কী করো? এদের পিটায়ে শোয়ায়ে দিবা’।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা যুবকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলেন, সম্প্রতি ঢাকায় পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটলো। দুই শিক্ষার্থী মারা গেছে। এগুলো কাঠামোগত হত্যাকাণ্ড। আমরা মনে করি, সড়কে এই ধরনের হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে। আমরা ছাত্র ফেডারেশন ভোটারবিহীন সরকারের পদত্যাগ দাবি করছি। নিরাপদ সড়কের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য জনগণকে আহ্বান জানাই।

কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে প্ল্যাকার্ড নিয়ে নেন। এ সময় ছাত্র ফেডরেশনের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাব্বত হোসেন মিলনকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুখলেছুর রহমান বলেন, আজ পহেলা ডিসেম্বর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ ছাড়া জাতির পিতার জন্মশতবর্ষ চলছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কটূক্তিমূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে লাইভ করছিলেন ওই শিক্ষার্থীরা। বিষয়টি দেখে আমি উপস্থিত সবার উদ্দেশে কথাটি বলেছি। শুধু ছাত্রলীগকে বলেছি বললে ভুল হবে।

/এসএইচ/
সম্পর্কিত
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী