X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

ছাত্রকে থাপ্পড় মারায় জাবির দুই ছাত্রীকে বহিষ্কার

জাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৭:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৫

ছাত্রকে লাঞ্ছিতের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে হওয়া জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন, সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মিম। তারা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী। এদের মধ্যে সুমাইয়াকে এক বছর ও মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছাত্র লাঞ্ছনার দায়ে অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছর ও আনিকা তাবাসসুম মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উক্ত সময়ের মধ্যে তারা কোনও পরীক্ষা দিতে পারবে না। এ ছাড়া কোনও সুবিধাদিও নিতে পারবে না।’

এর আগে, সোমবার রাত ১০টার দিকে রাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুমাইয়া এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ক্যাম্পাসের বটতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তানিয়া আক্তার জানান, রাত ৮টার দিকে সুমাইয়া ও তার বান্ধবী মিম ভুক্তভোগী ও তার বন্ধুদের সঙ্গে রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে দুর্ব্যবহার করেন। এ সময় পথচারী অন্য শিক্ষার্থীরা তাকে থামানোর চেষ্টা করলে সুমাইয়া তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে একটি খাবারের হোটেলের সামনে ওই ছাত্রকে সুমাইয়া হঠাৎ কয়েকটি থাপ্পড় মারেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য শিক্ষার্থীরাও তার ওপর ক্ষুব্ধ হন।

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উভয়পক্ষই লিখিত বক্তব্য জমা দেয়। শিক্ষার্থীরা এ সময় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে এই সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় পাস হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র