X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বসবাসের অনুপযোগী কবি নজরুল কলেজের ছাত্রাবাস

ক্যাম্পাস প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

প্রায় এক যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পুরান ঢাকার শ্যামবাজার মোহিনী মোহন দাস লেনে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাস।  
শত বছরের পুরনো এই ছাত্রাবাস পুরান ঢাকার যেমন ঐতিহ্য তেমনি ছাত্রদের মাথা গোঁজার একমাত্র অবলম্বন। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের পলেস্তারা খসে পড়ছে। দিনের বেলায় ছাত্রাবাসের ভেতরে ভুতুড়ে পরিবেশ। এরপরও এটি সংস্কারের উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, এখানে বিশুদ্ধ পানির কোনও ব্যবস্থা নেই। যার কারণে ছাত্ররা প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হন। স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। যেগুলো আছে তা ব্যবহারযোগ্য নয়। এখনও ছাত্রদের কূপ থেকে পানি নিয়ে গোসল করতে হয়। মাঝেমধ্যে কূপেও পানি থাকে না। ছাত্রাবাসে খাবারের জন্য ডাইনিং ব্যবস্থা থাকলেও নির্দিষ্ট পর্যবেক্ষকের অভাবে তা প্রায় তিন বছর বন্ধ আছে। ফলে ছাত্রদের বাইরে খাবার খেতে হয়। সব মিলিয়ে ছাত্রদের দুর্ভোগের শেষ নেই।

কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রুমি বলেন, ছয় বছর ধরে এই ছাত্রাবাসে থাকি। শুরু থেকেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বার বার বলেও কোনও সমাধান হয়নি। আসলে এটি নামেমাত্র কবি নজরুল কলেজের ছাত্রাবাস। এর কোনও খোঁজ নেয় না কলেজ কর্তৃপক্ষ। কয়েক মাস আগে এখানকার এক প্রভাবশালীর নাম বলে ছাত্রাবাস দখলের চেষ্টা করা হয়েছিল। ইতোমধ্যে একপাশ দখল করে স্থানীয়রা খেলাঘর তৈরি করেছে। তবু কলেজ কর্তৃপক্ষের টনক নড়েনি। 

দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের পলেস্তারা খসে পড়ছে

ছাত্রাবাসে অবস্থানরত কলেজ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বায়েজীদ শিকদার রাহাদ বলেন, গত চার বছর ধরে ছাত্রাবাসের বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে একাধিকবার অধ্যক্ষ এবং প্রক্টরের কাছে আবেদন করলেও কর্তৃপক্ষ কোনও সমাধান করেননি। ফলে ক্রমান্বয়ে দুর্ভোগ বাড়ছে ছাত্রাবাসের ছাত্রদের। এখানে ছাত্রদের জীবনধারণ অত্যন্ত কষ্টকর। কলেজ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ছাত্রাবাসের যেসব সমস্যা আছে তা দ্রুত নিরসন করুন।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, ছাত্রাবাস থেকে আমাদের বার্ষিক কোনও আয় নেই। কতজন শিক্ষার্থী ওখানে অবস্থান করছে তার নির্দিষ্ট তথ্য নেই। কিছুদিন আগে ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে একটি আবেদন দিয়েছে। ইতোমধ্যে ছাত্রাবাস সংস্কারের জন্য একটা বাজেট হয়েছে। এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের থাকার সুবিধার্থে যা যা করা প্রয়োজন তা করবো। এছাড়া এর ঐতিহ্য ঠিক রেখে মেরামতের ব্যবস্থা করবো।

/এএম/
সম্পর্কিত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ছাত্রী সাভারে উদ্ধার
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল