X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বসবাসের অনুপযোগী কবি নজরুল কলেজের ছাত্রাবাস

ক্যাম্পাস প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

প্রায় এক যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পুরান ঢাকার শ্যামবাজার মোহিনী মোহন দাস লেনে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাস।  
শত বছরের পুরনো এই ছাত্রাবাস পুরান ঢাকার যেমন ঐতিহ্য তেমনি ছাত্রদের মাথা গোঁজার একমাত্র অবলম্বন। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের পলেস্তারা খসে পড়ছে। দিনের বেলায় ছাত্রাবাসের ভেতরে ভুতুড়ে পরিবেশ। এরপরও এটি সংস্কারের উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, এখানে বিশুদ্ধ পানির কোনও ব্যবস্থা নেই। যার কারণে ছাত্ররা প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হন। স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। যেগুলো আছে তা ব্যবহারযোগ্য নয়। এখনও ছাত্রদের কূপ থেকে পানি নিয়ে গোসল করতে হয়। মাঝেমধ্যে কূপেও পানি থাকে না। ছাত্রাবাসে খাবারের জন্য ডাইনিং ব্যবস্থা থাকলেও নির্দিষ্ট পর্যবেক্ষকের অভাবে তা প্রায় তিন বছর বন্ধ আছে। ফলে ছাত্রদের বাইরে খাবার খেতে হয়। সব মিলিয়ে ছাত্রদের দুর্ভোগের শেষ নেই।

কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রুমি বলেন, ছয় বছর ধরে এই ছাত্রাবাসে থাকি। শুরু থেকেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বার বার বলেও কোনও সমাধান হয়নি। আসলে এটি নামেমাত্র কবি নজরুল কলেজের ছাত্রাবাস। এর কোনও খোঁজ নেয় না কলেজ কর্তৃপক্ষ। কয়েক মাস আগে এখানকার এক প্রভাবশালীর নাম বলে ছাত্রাবাস দখলের চেষ্টা করা হয়েছিল। ইতোমধ্যে একপাশ দখল করে স্থানীয়রা খেলাঘর তৈরি করেছে। তবু কলেজ কর্তৃপক্ষের টনক নড়েনি। 

দীর্ঘদিন সংস্কার না করায় ভবনের পলেস্তারা খসে পড়ছে

ছাত্রাবাসে অবস্থানরত কলেজ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বায়েজীদ শিকদার রাহাদ বলেন, গত চার বছর ধরে ছাত্রাবাসের বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে একাধিকবার অধ্যক্ষ এবং প্রক্টরের কাছে আবেদন করলেও কর্তৃপক্ষ কোনও সমাধান করেননি। ফলে ক্রমান্বয়ে দুর্ভোগ বাড়ছে ছাত্রাবাসের ছাত্রদের। এখানে ছাত্রদের জীবনধারণ অত্যন্ত কষ্টকর। কলেজ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ছাত্রাবাসের যেসব সমস্যা আছে তা দ্রুত নিরসন করুন।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, ছাত্রাবাস থেকে আমাদের বার্ষিক কোনও আয় নেই। কতজন শিক্ষার্থী ওখানে অবস্থান করছে তার নির্দিষ্ট তথ্য নেই। কিছুদিন আগে ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে একটি আবেদন দিয়েছে। ইতোমধ্যে ছাত্রাবাস সংস্কারের জন্য একটা বাজেট হয়েছে। এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের থাকার সুবিধার্থে যা যা করা প্রয়োজন তা করবো। এছাড়া এর ঐতিহ্য ঠিক রেখে মেরামতের ব্যবস্থা করবো।

/এএম/
সম্পর্কিত
ভ্যাপসা গরমে জীবন চরমে ঢাবির গণরুমের শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের ফি থেকেই আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করের টাকা! 
হত্যার হুমকি দেওয়া হচ্ছে, দাবি বুয়েটের ছয় শিক্ষার্থীর
সর্বশেষ খবর
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা