X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ কর্মীর জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় সাংবাদিককে ‘মারধর’

চবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মীর জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ২১২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় ‘ছাত্রলীগ না করলে হল থেকে বের করে দেওয়া হবে’ বলে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রেদওয়ান আহমদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি ঢাকা মেইল ও দৈনিক নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযুক্তরা হলেন—লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আরশিল আজিম নিলয় ও নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শোয়েব আতিক। তারা চবি ছাত্রলীগের ‘বিজয়’ গ্রুপের অনুসারী।

রেদওয়ান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে এক ছাত্রলীগ কর্মীর জন্মদিন পালনের জন্য আমার রুমে এসে ডাক দিয়েছিলেন নিলয়। আমি সাংবাদিক পরিচয় দিলাম, তারা আমাকে বললেন, ‘‘ছাত্রলীগ না করলে হলে থাকা যাবে না’’। এরপর নিলয় তার সঙ্গে থাকা আতিককে মারধর করার নির্দেশ দেন। শোয়েব আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করলে আমি সঙ্গে সঙ্গে বিজয় গ্রুপের নেতা আল আমিন ভাইকে কল দিয়ে বিষয়টি জানাই। তিনি তাদের নিষেধ করার পরও আমাকে আরও দুই দফায় মারধর করা হয়। এ সময় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের আবু বকর সিদ্দিকসহ ছাত্রলীগের আরও ১০-১২ জন উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এর আগেও ছাত্রলীগ কর্মীরা আমাকে কয়েকবার তাদের মিছিল-মিটিংয়ে যেতে হবে বলেছেন। বলেছেন, ‘‘হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হবে’’। কিন্তু আমি তো হলে রাজনৈতিকভাবে উঠিনি। তাদের মিছিল-মিটিংয়ে কেনো যাবো? আমি প্রশাসনকে জানিয়েছি। ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শোয়েব আতিক ও আরশিল আজিমকে নিলয়ের মোবাইল ফোনে একাধিকবার কলা করা হলেও রিসিভি হয়নি।

বিজয় গ্রুপের নেতা আল আমিন বলেন, ‘আমি নিষেধ করার পরও তারা রেদওয়ানের গায়ে হাত তুলেছে। আমরা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছি। সাংবাদিকদের গায়ে হাত তোলা আমরা কখনোই সমর্থন করি না।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুদিন আগেও সাংবাদিকদের সঙ্গে বিজয় গ্রুপের অনুসারীরা ঝামেলা করেছিল। আমরা অভিযোগ দেওয়ার পরও প্রশাসন শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছাড়া আর কোনও ব্যবস্থা নেয়নি। এবার যদি অভিযুক্তদের বহিষ্কার না করে, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো। গায়ে হাত তোলার বিষয়ে কোনও ছাড় দেবো না।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সে একটা লিখিত অভিযোগ দিয়েছে। নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!