X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খেলার মাঠে শিক্ষার্থীদের মারধরের হুমকি জাবি কর্মকর্তার

জাবি প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১৭:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৭:১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালে রেফারির ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় খেলোয়াড় ও শিক্ষার্থীদের সঙ্গে মারমুখী আচরণের অভিযোগ উঠেছে। শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সাবিহা কবির মারমুখী আচরণের পাশাপাশি চড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ বনাম ফার্মেসি বিভাগের ম্যাচটি শূন্য-শূন্য সমতায় ছিল। দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পরে অতিরিক্ত সময় যুক্ত না করে নির্ধারিত ৪০ মিনিট শেষ হওয়ার ৪/৫ মিনিট আগেই রেফারি খেলা শেষের বাঁশি বাজান। পরে নির্ধারিত সময়ের আগে খেলা মেষ করায় অভিযোগ জানান লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড়রা। এ সময় হঠাৎ করে ম্যাচ কর্মকর্তা সাবিহা কবির মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। উপস্থিত শিক্ষার্থীরা তার আচরণের প্রতিবাদ জানালে তিনি আরও মারমুখী হন। এ সময় তিনি মাঠে উপস্থিত খেলোয়াড় ও সমর্থকদে গালাগালির পাশাপাশি চড় দিয়ে দাঁত ফেলা দেওয়া ও দেখে নেওয়ার হুমকি দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি মাঠ ছাড়েন। ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

এদিকে নির্দিষ্ট সময়ের আগে খেলা শেষ করা ও শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সাবিহা কবিরের মারমুখী আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি বরাবর অভিযোগপত্র জমা দিয়েছে লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড়রা।

এ ঘটনায় অভিযুক্ত সাবিহা কবিরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পক্ষপাতিত্বমূলক খেলা পুনরায় আয়োজনের দাবি উঠেছে। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা সাবিহা কবিরের ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি। 

জাবি শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরিন বলেন, ‘একটি অভিযোগপত্র পেয়েছি। আমাদের টেকনিক্যাল কমিটির সবাই মিলে মিটিংয়ে বসবো। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আমরা সমস্যাটি সুরাহা করতে পারবো।’

একজন কর্মকর্তা কি শিক্ষার্থীদের মারধরের হুমকি দিতে পারেন, জানতে চাইলে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্যই আমরা খেলার আয়োজন করি। সেখানে এমন আচরণ হলে তা কোনোভাবেই কাম্য নয়।’

অভিযোগপত্র পেয়েছেন কিনা জানতে চাইলে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. বশির আহমেদ বলেন, আমরা ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। টেকনিক্যাল কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
এবার শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে জাবি শিক্ষার্থীর যৌন হয়রানির পোস্ট
তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে অবন্তিকার মা‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে আন্তরিক হলে হয়তো মেয়েকে হারাতে হতো না’
জাবির হলের কক্ষের তালা ভাঙার চেষ্টা চালানো ছাত্রলীগ কর্মী বললেন ‘আমার ভুল হয়েছে’
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!